মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ২টোয় ত্রিপুরার আগরতলায় পদযাত্রা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষপর্যন্ত সেই মিছিলের অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। প্রশাসনের তরফে জানান হয়েছে, ওইদিন একই রুটে একই সময়ে অন্য একটি দলের কর্মসূচি রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়াও প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, ত্রিপুরায় নিয়ম অনুযায়ী মিছিলের ৭২ ঘণ্টা আগে পুলিশের কাছে লিখিত অনুমতি চাইতে হয়। জানাতে হয়, মিছিলের বিস্তারিত তথ্য। পদযাত্রায় কারা সামিল হবেন, কোন পথে হবে পদযাত্রা, তাও লিখিতভাবে পুলিশকে জানাতে হয়।
কিন্তু তৃণমূলের তরফে লিখিতভাবে সেইসব অনুমতি চাওয়া হয়নি বলে দাবি পুলিশের। তাদের দাবি, অন্য রাজনৈতিক দলটি লিখিতভাবে অনুমতি চেয়েছিল তাই ওই একই রুটে এদিন তাদের কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ হাজিরা দিলেন না সিবিআই দফতরে, শিল্প দফতরের অফিসেই জিজ্ঞাসাবাদ পার্থ চট্টোপাধ্যায়কে
এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “ত্রিপুরা সরকার আমাদের ভয় পাচ্ছে। সর্বভারতীয় স্তরেও ভয় পাচ্ছে। ওরা একদলীয় রাজনীতিতে বিশ্বাসী। তাই ত্রিপুরায় তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। অন্য এক রাজনৈতিক দলের কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে শুনেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584