আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় পদক্ষেপের পথে ত্রিপুরার পুলিশ, হাজিরার নির্দেশে চিঠি

0
57

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পিকের সংস্থা আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে পদক্ষেপ নিতে চলেছে আগরতলা পুলিশ। আইপ্যাকের দলের ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১ আগস্ট ডেকে পাঠানো হয়েছে। একই সঙ্গে এও জানানো হয়েছে যে নির্ধারিত দিনে পুলিশের সামনে হাজিরা না দিলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ প্রশাসন। ১ অগস্ট, রবিবার তাঁদের মধ্যে থেকে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে আগরতলা পুলিশ। পুলিশের সামনে হাজিরা না দিলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

Prashant Kishor
সৌজন্যেঃ এনডিটিভি

আগরতলা পুলিশের তরফে একটি চিঠি দিয়ে আইপ্যাক কর্মীদের পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদের জন্য। বলা হয়েছে,যাবতীয় প্রশ্নের উত্তর দিতে হবে তাঁদের ও তদন্তে যথাযথ সহযোগিতা করতে হবে। যদি তাঁদের কাছে কোনও নথিপত্র থেকে থাকে তা-ও জমা দিতে হবে পুলিশের কাছে। নির্দেশ মতো যদি তাঁরা হাজিরার জন্য উপস্থিত না হন সেক্ষেত্রে হাজিরার জন্য ‘বাধ্য’ করা হবে তাঁদের।

উল্লেখ্য, ঠিক কি কারণে আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারী ধারায় তদন্ত করা হবে চিঠিতে সে বিষয়ে কোন উল্লেখ নেই। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে আগরতলা পুলিশের তরফে।

২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি সমীক্ষা করতে রবিবার রাতে আগরতলা পৌঁছন আইপ্যাকের আইপ্যাকের ২৩ জন কর্মী। রবিবার রাত থেকেই তাঁদের হোটেল থেকে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।

আরও পড়ুনঃ কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ বোম্মাই

আগরতলার যে হোটেলে তাঁরা রয়েছেন সেখানে রীতিমতো পুলিশ প্রহরায় রাখা হয়েছে তাঁদের এমনটাই অভিযোগ। এর আগে জানানো হয়েছিল, তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট হাতে না আসা পর্যন্ত হোটেল থেকে বেরোতে পারবেন না তাঁরা। বুধবার সকালে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও তাঁদের অবৈধভাবে আটকে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ ঘুমন্ত অবস্থাতেই মৃত্যুর কোলে! উত্তরপ্রদেশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১৮ জন শ্রমিকের

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইপ্যাক কর্মীদের সাহায্য করতে বুধবার সকালেই আগরতলা পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে আগরতলার ওই হোটেলে আইপ্যাক কর্মীদের সাথে তাঁরা দেখা করতে গেলে ঢুকতে দেওয়া হয়নি হোটেলে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত বৃহস্পতিবার ত্রিপুরা পৌঁছতে পারেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here