নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেটে অতিরিক্ত টাকা ও চালককে মারধরের অভিযোগ উঠল টোল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে যে, একটি লরি গুয়াহাটি থেকে কয়লা বোঝাই করে মালদার সামসীর উদ্দেশ্যে যাচ্ছিল। ঘোষপুকুর সংলগ্ন পশ্চিম মাদাতি টোলগেটে টোল ট্যাক্স কাটার জন্য দাঁড়ায় লরি চালক। লরির চালক ৫০০ টাকা দেয় টোল ট্যাক্স কাটার জন্য। এর পরে চালক ফেরত টাকা টোলপ্লাজার কর্মীর কাছে চাইলে তাকে গালাগালি করে এবং ওভারলোডের বাহানা দেখায়।
শুরু হয় টোলকর্মী ও চালকের মধ্যে বচসা। তখন টোলকর্মী ওভারলোডিং এর ফাইন দিতে হবে এমনই দাবি করে। সেই সময় চালক আসাম বর্ডার পার হওয়ার স্লিপ দেখায়। যে লরিতে ওভারলোডিং নেই ৷ কিন্তু সেটা দেখার পরও মানতে চাননি টোলপ্লাজার কর্মীরা। সেই সময় গাড়িচালক সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। এবং টোলপ্লাজার কর্মীদের বলে বিধান নগরে ওজন করার জন্য।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দফতরে ডেপুটেশন আলুচাষী সংগ্রাম কমিটির
কারণ টোল প্লাজার ওজন করার কাঁটা বেশি করা রয়েছে। এরপর লরিতে চালক টোলের কর্মীকে বসান বিধাননগরে কাটা করার জন্য। কিন্তু পরবর্তীতে টোল প্লাজার কর্মীরা অপর এক গাড়ি নিয়ে লরির পিছু করে বিধাননগরে এসে গাড়ি চালককে ব্যাপক মারধর করে। এবং এই দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে। এরপর বিধাননগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও চালকে অভিযোগ যে প্রায় রাতের বেলা টোলপ্লাজাতে টোল ট্যাক্স দেওয়ার সময় রীতিমতো প্রত্যেক গাড়ি থেকে ২০০ থেকে ৫০০ টাকা মারধর করে নিয়ে নেন টোলপ্লাজার কর্মীরা। টাকা না দিলে চাইলে গাড়ি আটক করে মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়।
আরও পড়ুনঃ খড়্গপুরে পেট্রোল পাম্পে গুলি চালিয়ে লুট,চাঞ্চল্য
অপরদিকে এই বিষয়ে বরাত পাওয়া টোলের ম্যানেজার হরমন সিং বলেন যে টোল প্লাজার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এবং তিনি আরও বলেন যে, গত তিন মাস ধরে এই টোলপ্লাজায় বহু গাড়ি যাতায়াত করছে কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য গাড়ি চালকে মারধর করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584