নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার ধারে বাড়িতে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির। কোনরকমে প্রাণে বাঁচল শিক্ষক ও পড়ুয়ারা। বাড়ির বারান্দায় সেই সময় টিউশন পড়ছিল ক্লাস ফাইভ ও সিক্সের পড়ুয়ারা। লরির ধাক্কায় আচমকা ইটের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, শিক্ষক ও পড়ুয়ারা কোনরকমে পালিয়ে প্রাণে বাঁচে।
যদিও এই ঘটনায় আহত হয়েছে ৮ জন পড়ুয়া। ঘটনাকে ঘিরে বুধবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় ভগবানগোলার মহিষাস্থলির নিমতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রোজকার মতো এদিনও বিজন পাল নামে ঐ শিক্ষকের কাছে টিউশন পড়তে আসে এলাকার প্রায় ২০ জন পড়ুয়া। আর পড়া চলাকালীন ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ এসএসকেএম-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
দুর্ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েন বিজন পালের মা। ভয়াবহ পরিণতি হওয়ার আশঙ্কায় ভেঙে পড়েন তিনি।
ঘটনাস্থলে পুলিশ আসে। স্থানীয়দের তৎপরতায় আহত শিশুদের উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক লরি চালকের দাবি ব্রেক না লাগায় নিয়ন্ত্রণ হারায় গাড়ি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584