নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তিন দফা দাবি নিয়ে দ্বিতীয়দিনেও কার্যত অনড় ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকা ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘট। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে কয়েক’শ মালবাহী লরি।
এইদিন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, যতক্ষণ না উচ্চ নেতৃত্ব না জানাচ্ছে এই ধর্মঘট তুলে নেওয়ার কথা , জন্য ততক্ষণ পর্যন্ত এই ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘট থাকবে।
আরও পড়ুনঃ চিকিৎসক অভাবে বন্ধ বালুরঘাটের মাতৃসদন নার্সিংহোম, ক্ষোভ এলাকাবাসীর
প্রসঙ্গত, এক্সেল পাসিং, ২০১৮ সালে কেন্দ্রে এই আইন পাস হওয়া সত্ত্বেও পশ্চিমবাংলায় চালু করা হয়নি এই আইন৷ এই আইন অবিলম্বে চালু করার দাবি, অন্যদিকে ওভারলোডিং অবিলম্বে বন্ধ করার দাবি-সহ বিভিন্ন দাবিতে গত সোমবার থেকে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকা ৭২ ঘন্টা সারা রাজ্যব্যাপী ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এই বিষয়ে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের বক্তব্য অবিলম্বে সরকার যদি দাবি না মানে তাহলে পুজোর পরে এক বৃহত্তর ট্রাক ধর্মঘটের ডাক দেবেন তারা ৷ এই সমস্যায় ভুগতে হবে সাধারণ মানুষকে এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584