নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্ভুক্ত শেরপুর জীবন্তি সড়ক বৃহস্পতিবার যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। জনগণের চাঁদার টাকায় মেরামত করা হয়েছিল শেরপুর জীবন্তি ১৯ কিমি রাস্তা। স্থানীয় ব্যবসায়ী, ট্রাক সংগঠনের মিলিত প্রচেষ্টায় রাস্তা মেরামতের কাজ হয়।
তারপরও পণ্যবাহী গাড়ি চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা না ওঠায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল ট্রাক মালিক সংগঠন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে খড়গ্রাম থানার শেরপুর মোড়ে হলদিয়া ফরাক্কা সড়ক অবরোধ করেন ট্রাক মালিক সংগঠন সহ চালক ও সহকারীরা।
আরও পড়ুনঃ তলিয়ে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা
অবিলম্বে ওই রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল না করতে দিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তারা। প্রায় দেড় ঘন্টার অবরোধে অচল হয়ে পড়ে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামেন খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধাননগর থানার এক কনস্টেবল সহ ৪ জন
এ বিষয়ে কান্দি ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার জানান, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই রাস্তা। আজ শেরপুর- জীবন্তির রাস্তা খুলে দেওয়া হয়। জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, পুলিশ সুপার কে. সাবরি রাজকুমার এবং পিডব্লুডি ইঞ্জিনিয়ার এর পক্ষ থেকে আজ এই রাস্তা খুলে দেওয়া হয়।
কয়েকমাস ধরে খানাখন্দে ভর্তি ছিল এই রাস্তা। খড়গ্রাম- কান্দি ব্লক ব্যবসায়ী ও লরির চালকদের যৌথ উদ্যোগে রাস্তা মেরামত করা হয়। গাড়ি চলাচলের জন্য যোগ্য ছিল না এই রাস্তা। ভারি যানবাহন মালবাহী গাড়ি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। তবে আজ অবরোধের পর প্রশাসনের নির্দেশে রাস্তা খুলে দেওয়া হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584