নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতির মধ্যেই আজ, বুধবার থেকে শুরু হচ্ছে টানা তিনদিনের ট্রাক ধর্মঘট। পুজোর প্রাক্কালে এই কর্মসূচি অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে প্রভাব ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে, পুজোর সময় শহরে বাস, মিনিবাস, ট্যাক্সি, অটোর পরিষেবা পেতে যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে বিশেষ বৈঠক ডাকল পরিবহণ দপ্তর।
আগামী শুক্রবার কসবার পরিবহণ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজ্যের পরিবহণ অধিকর্তার পৌরহিত্যে এই বৈঠক হবে। সেখানে সংশ্লিষ্ট যান পরিচালনার সঙ্গে যুক্ত সংগঠনের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মণীশের মৃত্যুতে মুকুল-দিলীপ দূরত্ব স্পষ্ট দাবি রাজনৈতিক মহলের
এই প্রসঙ্গে, সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, “শুক্রবার বৈঠকে অংশ নেব। রাজ্য সরকারের অনুরোধ মেনে এই কঠিন সময়ে পরিষেবা চালু রেখেছি। আশা করি, পুজোকে কেন্দ্র করে সকলে আবার রাস্তায় বেরবে। পরিবহণ শিল্প আবার সচল হবে”।
আরও পড়ুনঃ নারদ তদন্তের চার্জশিট প্রকাশে মিলছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি, হতাশ সিবিআই
একই সুরে কথা বললেন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়। তবে তাঁর প্রশ্ন, অতীতে পুজোর সময় নাইট সার্ভিস চালু থাকত, কিন্তু এবার কী হবে? পাশাপাশি প্রশাসনকে বাসভাড়া বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার আবেদন জানিয়েছেন রাহুলবাবু।
অন্যদিকে, বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ এই বৈঠকে যোগ দেওয়া কথা বলেন। এছাড়া, অতীতের মতোই যাত্রী পরিষেবা চালু রাখার কথাও বলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584