করোনা টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে ট্রাক চালকদের আন্দোলনে এখনো উত্তাল কানাডা

0
61

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কোভিড ভ্যাকসিন বাধ্যতামূলক করা চলবে না ও যাবতীয় কোভিড বিধি নিষেধ প্রত্যাহার করতে হবে এই দাবীতে গত পাঁচ দিনেরও বেশী সময় ধরে কানাডার অটোয়াতে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছেন ট্রাক চালকরা। তাঁদের সাথে যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষ। এমনকি এই আন্দোলনের কারণে সপরিবারে আত্মগোপন করে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

Ottawa protest
কোভিড টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে কানাডার আন্দোলন অব্যাহত, ছবিঃ এএফপি

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যে, বুধবার আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন তাঁদের দাবি না মেটা পর্যন্ত তাঁরা আন্দোলন ছেড়ে যাবেন না। কিন্তু ইতিমধ্যেই পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে হিংসাত্মক হওয়ার অভিযোগ তুলেছে। অটোয়া পুলিশ প্রধান পিটার স্লোলি জানিয়েছেন, বিক্ষোভে অশান্ত আচরণ রোধ করতে গোয়েন্দা এবং তদন্তকারী আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। এমন কি বর্ণ বিদ্বেষ মূলক ফ্ল্যাগ দেখা গিয়েছে আন্দোলন স্থলে এই অভিযোগ তুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী ট্রুডোও। তবে বল প্রয়োগ করে আন্দোলন ভেঙ্গে দিতে চাইছে না পুলিশও।

আরও পড়ুনঃ বিচারবিভাগ, নির্বাচন কমিশন ও পেগাসাস- মোদী সরকারের অস্ত্রঃ সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উদ্দেশ্যে আন্দোলনকারীদের নেতা ক্রিস বার্বার বলেন, “আপনি হতাশ তা আমরাও বুঝতে পারছি কিন্তু এর দায় সম্পূর্ণভাবে রাজনৈতিক নেতাদের। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছেড়ে কোথাও যাব না। যাবতীয় কোভিড ম্যান্ডেট প্রত্যাহার করতেই হবে, কানাডাবাসীর স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here