সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
করোনা মোকাবিলা ঘিরে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে এক হাত নিলেন তাঁর পূর্বসূরী বারাক ওবামা। ওবামার অভিযোগ, বর্তমানে আমেরিকার খারাপ পরিস্থিতি জন্য ট্রাম্প সরকার দায়ী। করোনা মহামারীর প্রতিরোধ করার যুদ্ধে তার প্রশাসন একদম ব্যর্থ। শুধুমাত্র তার বোকামির জন্য এতো হাজার হাজার আমেরিকাবাসীর জীবন চলে গেছে।
আগামী নভেম্বর মাসে নতুন প্রেসিডেন্ট পদের নির্বাচন। এবার ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন জো বিডেন যিনি ওবামার খুবই ঘনিষ্ঠ ও মনোনীত ব্যাক্তি, ফলে ওবামার এই কোনঠাসা করে দেওয়ার মতো মতামত যা ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
আরও পড়ুনঃ সিকিম সীমান্তে ভারত-চিন সেনা মুখোমুখি
ওবামা এদিন আরও বলেন যে, এই নির্বাচন আমেরিকাবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো রাজনৈতিক দল বুঝিনা; শুধু জানি এই বিপদের দিনে আপনাদের পাশে থেকে আমরা এক সাথে লড়াই করবো এই কোভিড -১৯ এর বিরুদ্ধে।
তাঁর কথায়, এই সরকার চিকিৎসদের জন্য কোনো রকম প্রয়োজনীয় উপকরণ দিতে পারেনি শুধু তাই নয় এই পরিস্থিতিতে আমেরিকার অর্থনীতি এতটাই খারাপ করে দিয়েছে যা বিগত ১০০ বছরেও হয়নি।
প্রচুর মানুষ ইতি মধ্যে কাজ হারিয়ে বসে আছেন, চিরিদিকে যেন এক ভয়ানক পরিস্থিতির জন্ম দিয়েছে এই ট্রাম্প সরকার। তাই এই আবহাওয়া থেকে মুক্তি পেতে তাদেরকে এই নির্বাচনে জয়ী করার জন্য সবাইকে পাশে চাইছেন যাতে তার মনোনীত প্রার্থী জো বিডেন আগামী দিনের প্রেসিডেন্ট হয়ে আমেরিকার মানুষদের পাশে থেকে লড়াই করতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584