চাপের কাছে নতিস্বীকার, বাধ্য হয়ে করোনা বিলে স্বাক্ষর ট্রাম্পের

0
69

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিজের দল ও বিরোধীদল, দুইয়ের চাপের মুখে অবশেষে করোনা বিলে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। ২.৩ ট্রিলিয়ন ডলারের ওই বিলে সই করার সময়ে তিনি ফ্লোরিডায় ছুটি কাটাতে গিয়েছিলেন, কিন্তু এই পরিমান অর্থ করোনা পরিস্থিতিতে আমেরিকায় বেকার হয়ে পড়া কয়েক মিলিয়ন লোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Donald Trump | newsfront.co
ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র

এক টুইট বার্তায় ট্রাম্প জানান, “কোভিড রিলিভ বিল নিয়ে সুসংবাদ রয়েছে। তথ্য জানতে অনুসরণ করুন।”
এমন টুইটের কিছুক্ষণ পরই হোয়াইট হাউস নিশ্চিত করে যে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করেছেন।

বড়দিনের ছুটিতে তিনি নিজের মার-এ-লগো রিসর্টে গল্ফ খেলায় ব্যস্ত ছিলেন। স্বাভাবিক ভাবেই এ নিয়ে নিজের দলীয় ও বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে পড়েন ট্রাম্প। তাদের চাপের মুখে পড়ে বিলে সই করতে বাধ্য হন বিদায়ী প্রেডিডেন্ট।

আরও পড়ুনঃ পিছিয়ে পড়লেও ভারতীয় অর্থনীতিতে আশার আলো- দাবি রিপোর্টে

উল্লেখ্য, গত সপ্তাহে কংগ্রেসে বিলটি অনুমোদিত হয়, কিন্তু তা পাস হওয়ার জন্য ট্রাম্পের সইয়ের প্রয়োজন ছিল। যেসব আমেরিকানদের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার তাঁরা প্রত্যেকে ৬০০ ডলার করে অনুদান পাবেন। এছাড়া যাদের বার্ষিক আয় ৯৫ হাজার ডলার তারা কিছুটা কম অর্থ পাবেন। এছাড়া শিশুদেরকেও ৬০০ ডলার করে দেওয়া হবে।

এর আগে ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের প্রণোদনা বিলে সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট বরাদ্দ না রাখার অভিযোগে স্বাক্ষর করতে অস্বীকার করেন ট্রাম্প।

আরও পড়ুনঃ ধস নামল পৃথিবীর বৃহত্তম হিমশৈলে, বিপন্ন প্রাণীকুল

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় এই জরুরি ব্যয় বিল পাস করার জন্য গত কয়েক মাস যাবৎ আলোচনা চলছিল। গত ২১ ডিসেম্বর বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। বিলটিকে আইনে পরিণত করতে প্রয়োজন ছিল প্রেসিডেন্টের স্বাক্ষর।

বিলটিতে করোনাভাইরাসে অতি জরুরি সহায়তার কারণে ৯৮ হাজার ২০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেকারভাতাও। ট্রাম্প এই বিলে সই না করলে এই ভাতাও বন্ধ হয়ে যেত।এর আগে প্রত্যেক মার্কিন নাগরিককে ৬০০ ডলারের পরিবর্তে ২০০০ ডলার দিতে বিলের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছিলেন ট্রাম্প। তিনি প্রস্তাব দিয়েছিলেন প্রাপ্তবয়স্কদের জন্য ২০০০ ডলার এবং বাচ্চাদের জন্য ৬০০ ডলার বরাদ্দ করা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here