ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
করোনাভাইরাসে জেরবার আমেরিকা যদি ভারতের কাছ থেকে হাইড্রক্সি ক্লোরোকুইন না পায় তাহলে ‘বদলা নেওয়ার’ ইঙ্গিত দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
US president Trump threatens India, says if India will not supply #Hydroxychloroquine to US, will retaliate. #coronavirus #Covid19India pic.twitter.com/VxgTh2CMC1
— Vikas Tripathi (@vikasjournolko) April 7, 2020
আসলে ব্যাপারটা হল বিশ্বে এখনো করোনাভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় এই হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগ কার্যকরী হতে পারে ব্যাপার সামনে আসতেই হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বেড়ে যায়। বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করে অনুরোধ।
এই জরুরি অবস্থায় ভারতে প্রচুর পরিমাণ উৎপন্ন হওয়া ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের রপ্তানিতে গত ২৫শে মার্চ ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করে।
তারপরই গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে ফোন করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে কথা হলেও আগে থেকেই যেহেতু এই ওষুধ রপ্তানিতে সরকার নিষেধাজ্ঞা জারি করে রেখেছে তাই ভারতে ওষুধ পাঠাবে কিনা ব্যাপারটা পরিষ্কার হয়নি। তারপরই সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার সঙ্গে ওর কথা হয়েছে। ভালো আলোচনা হয়েছে। দেখা যাক পাঠাচ্ছে কিনা। আমি আশ্চর্য হব যদি ভারত রাজি না হয়। কারণ তাদের সঙ্গে আমেরিকার খুব সুসম্পর্ক। দীর্ঘদিন ধরে ব্যবসার ব্যাপারে ওরা সুবিধা নিয়ে এসেছে। আমি আশ্চর্য হব যদি রাজি না হয়।” তারপরে ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি মন্তব্য করেন,”যদি উনি অনুমতি না দেন, তাহলে ঠিক আছে। কিন্তু অবশ্যই প্রতিশোধ হতেই পারে…।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584