নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরশাহীর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ ইজরাইলের। প্যালেস্তানীয় এলাকার যাবতীয় এলাকা দখল মুক্ত করবে ইজরাইল। এই মর্মে এক যৌথ চুক্তি স্বাক্ষরিত হয় আবু ধাবির রাজকুমার এবং ডেপুটি কমান্ডার অফ আর্মড ফোর্স, শেখ মহম্মদ বিন জায়েদ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে।
এক যৌথ বিবৃতিতে মার্কিন সরকার তাদের দায়বদ্ধতার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ গুলির নিরাপত্তা এবং আরব আমিরশাহীর সামরিক সহযোগিতার প্রতি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর টুইটে লিখেছেন, “আমাদের দুই বন্ধু রাষ্ট্র ইজরাইল এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে এক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হল।“
Joint Statement of the United States, the State of Israel, and the United Arab Emirates pic.twitter.com/oVyjLxf0jd
— Donald J. Trump (@realDonaldTrump) August 13, 2020
যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইজরাইল এবং আমিরশাহীর বিদেশমন্ত্রক আধিকারিকরা আগামী সপ্তাহে মিলিত হয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করবেন। ইতিপূর্বে আমীরশাহী ও ইজরাইলের কোনো কূটনৈতিক চুক্তি ছিল না।
কাতার এবং ওমানের কিছু কূটনৈতিক সম্পর্ক ইজরাইলের সঙ্গে থাকলেও, সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক জর্ডন এবং ইজিপ্টের ছিল, ১৯৯৩ সালের শান্তি চুক্তি অনুযায়ী। এই প্রথম সমগ্র আরব দেশগুলি এবং ইজরাইলের মধ্যে কূটনৈতিক চুক্তি হতে চলেছে।
আরও পড়ুনঃ মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস
যদিও এই চুক্তি কার্যকরের জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা কোথাও দেওয়া হয়নি, তবে সব পক্ষই এই মর্মে সম্মত হয়েছে যে এই চুক্তিই চূড়ান্ত আলোচিত এবং এই চুক্তিই দুই যুযুধান পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির পথ আনবে। চুক্তি কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সীমা না থাকলেও, এটা নিশ্চিত করা গেছে যে দুই দেশের মধ্যে যাতায়াত, বাণিজ্যিক আদানপ্রদান চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584