নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারতে সস্ত্রীক আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, চলতি মাসের ২৪-২৫ তারিখ নাগাদ সস্ত্রীক আমেদাবাদে আসবেন ট্রাম্প।
জাতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহের শেষের দিকেই নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের ফোনে কথা হয়েছে। ট্রাম্পের রাষ্ট্রপতি থাকাকালীন একাধিকবার আমেরিকা গিয়েছেন মোদি। গতবার ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে দুজনে এক মঞ্চেই ছিলেন। এবার আমেদাবাদে একই ধাঁচে অনুষ্ঠান করা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের দাবি সংরক্ষণ মৌলিক অধিকার নয়, রায় নিয়ে দ্বিমত বিরোধীদের
ট্রাম্পের ভারত-সফরের ফলে আমেরিকা-ভারত সম্পর্ক আরও তাগড়া হবে বলে মনে করছেন দুজনেই। জানা গেছে, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে ট্রাম্পের ভারত সফরে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584