নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মার্কিন মুলুকে ভোট ৩ নভেম্বর, তার ঠিক আগেই নির্বাচনী প্রচারের জন্য তৈরি ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটে ঢুকে তা বিকৃত করার চেষ্টা করে হ্যাকাররা। নির্বাচনের ঠিক আগে ট্রাম্পের ওয়েবসাইট হ্যাকের ঘটনায় নড়েচড়ে বসছে প্রশাসন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাইরের শত্রুরা ভোটারদের প্রভাবিত করতে পারে বলে বেশ কিছুদিন আগে থেকেই সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা। তবে, ওয়েবসাইট হ্যাক করার নেপথ্যে কোনও বিদেশি হ্যাকার বা সাইবার অপরাধী রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ রেস্তরাঁয় ঘাড় ধাক্কা! ক্ষুব্ধ অনন্যা বিড়লা
প্রেসিডেন্টের ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর প্রায় ৩০ মিনিট একটি মেসেজ দেখতে পাওয়া গিয়েছিল। হ্যাকারদের দাবি তাদের কাছে এমন অনেক তথ্য আছে যা ট্রাম্পের জন্য যথেষ্ট লজ্জার। ২০২০ সালের নির্বাচনে বিদেশি শক্তির হাত আছে বলেও অভিযোগ করেছে হ্যাকাররা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে গোপন তথ্য প্রকাশ করা হবে বলে হ্যাকাররা জানিয়েছে।
আরও পড়ুনঃ সন্ত্রাসদমন ইস্যুতে এফএটিএফের ধূসর তালিকাতেই রইল পাকিস্তান
এ ঘটনা ঘটার পরই ট্রাম্পের প্রচারের মুখপাত্র টিম মারটফ জানিয়েছেন, কোনও তথ্য বাইরে যায়নি। ওয়েবসাইটটি বিকৃত করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে এবং ওয়েবসাইটটি কিছুক্ষণের মধ্যেই পুনরুদ্ধার করা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584