হরষিত সিংহ,মালদহঃ
মদ্যপানের প্রতিবাদ করায় কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।শনিবার গভীর রাতে মালদহের গাজোল থানার বাঘদিঘি এলাকায় ঘটনাটি ঘটেছে।ঘটনায় মৃতার বাবার বাড়ির লোকেরা স্বামী সহ শ্বশুর বাড়ির চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গাজোল থানায়।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম সুগি ঘোষ(৩৬)। স্বামী ভবেশ ঘোষ। পেশায় রাজমিস্ত্রি। গাজোলের আকালপুরের বাসিন্দা নরেশ ঘোষের বড় মেয়ে সুগি ঘোষের ১৬ বছর আগে বিয়ে হয় বাঘদিঘির বাসিন্দা ভবেশ ঘোষের। বর্তমানে তাদের পরিবারে দুই ছেলে রয়েছে।অভিযোগ বিয়ের কয়েক বছর পর থেকই প্রচন্ড মদ্যপান শুরু করে ভবেশ। এমনকি স্ত্রীকে বাবা বাড়ি থেকে বাড়তি পণের টাকা নিয়ে আসতে বলে।রাজি না হলে শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার।
শ্বশুরবাড়ির লোকেরাও গৃহবধূর উপর অত্যাচার চালাত বলে অভিযোগ। শনিবার রাতে ভবেশ ফের মদ্যপ আবস্থায় বাড়ি ফিরলে প্রতিবাদ করে স্ত্রী।অভিযোগ সেই সময় তাকে মারধোর করে পরিবারের সকলে মিলে কীটনাশক খাইয়ে দেয় বলে অভিযোগ।প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা মালদহ মেডিকেলে রেফার করে।চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মৃত্যু হয় তার।মৃতার বাবার বাড়ির লোকেরা স্বামী সহ চার জনের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ একাধিক দাবীতে মগরাহাটে অবরোধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584