৭.৩ মাত্রার ভূমিকম্প নিউজিল্যান্ডে, জারি সুনামি সতর্কতা

0
85

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিউজিল্যান্ড উপকূলে আঘাত হেনেছে ৭.৩ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প। এর জেরে সেখানে জরুরি সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎস ছিল নর্থ আইল্যান্ডের জিসবর্ন শহর থেকে ১৪৮ মাইল দূরে এবং সাগরের ৬.২ মাইল গভীরে।

Earthquake in Newzealand | newsfront.co
প্রতীকী চিত্র

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা দল প্রাথমিক ভাবে জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩, এই ভূমিকম্পের অভিঘাতে সুনামি দেখা দিতে পারে এই আশঙ্কায় যত তাড়াতাড়ি সম্ভব আশপাশের বাসিন্দাদের নিকটবর্তী উঁচু ও নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

সমুদ্র এবং স্থলভাগ উভয় এলাকাতেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে কেপ রানঅ্যাওয়ের টোলাগা সৈকত পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ বিদেশের মাটিতে মোদী ভক্তদের হাতে আক্রান্ত শিখরা

সুনামির প্রভাব ভূমিকম্পের উৎস থেকে ১৮০ মাইল (৩০০ কিলোমিটার) পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ২০১১ সালে ক্রাইশচার্চ শহরে আঘাত হানা ৬.৩ মাত্রার ভূমিকম্প। সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণহানি হয় ১৮৫ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here