পর্যটকদের জন্য খুলছে টিউলিপ গার্ডেন

0
165

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

বুধবার একটি টুইট করে প্রধানমন্ত্রী পর্যটকদের আহ্বান জানিয়েছেন কাশ্মীরের অন্যতম আকর্ষণ টিউলিপ গার্ডেন ঘুরে দেখতে।শ্রীনগরের টিউলিপ গার্ডেন বিশ্বের অন্যান্য টিউলিপ গার্ডেনগুলির মধ্যে একটি। প্রায় দেড়লক্ষ বিভিন্ন ধরণের টিউলিপের সমাহার সেখানে। বৃহস্পতিবার থেকে যা উন্মুক্ত থাকছে পর্যটকদের জন্য।

flower | newsfront.co
ফাইল চিত্র
flowers | newsfront.co
ফাইল চিত্র

টিউলিপ ফোটার সর্বশ্রেষ্ঠ সময় হল মার্চ মাস। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ডাল লেকের সৌন্দর্য ছাড়াও, এই টিউলিপ গার্ডেন দেখার জন্য অন্তত পর্যটকদের এইসময় কাশ্মীর যাওয়া উচিত। প্রধানমন্ত্রী তাঁর টুইটে টিউলিপ গার্ডেনের সৌন্দর্যের অসামান্য কিছু ছবি পোস্টও করেছেন।

garden | newsfront.co
ফাইল চিত্র
tulip garden | newsfront.co
ফাইল চিত্র

আধিকারিকরা বলছেন, ৬৩ রকমের প্রায় দেড় লক্ষ রং বেরঙের টিউলিপ ফুটবে মার্চের শেষে। কিন্তু টিউলিপ ফুলের স্থায়িত্ব মাত্র চার সপ্তাহ। তাঁরা জানিয়েছেন, গত বছর করোনা সংক্রমণের কারণে লকডাউন থাকায় পর্যটকরা যেতে পারেননি, উপভোগ করতে পারেননি টিউলিপের সৌন্দর্য। কিন্তু তখনও ফুটেছিল ১.৩ লক্ষ টিউলিপ।

park | newsfront.co
ফাইল চিত্র

শ্রীনগরের মেয়র জুনেইদ মাট্টুও টুইট করে আমন্ত্রণ জানিয়েছেন পর্যটকদের। টুইটে তিনি লেখেন,”আমাদের বিখ্যাত টিউলিপ গার্ডেন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকছে বৃহস্পতিবার থেকে। শ্রীনগরের মেয়র হিসেবে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সপরিবারে আসুন। শ্রীনগর উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে সকলকে।”

আরও পড়ুনঃ ভোট বড় বালাই! চলতি বছরে প্রথমবার কমল পেট্রোল-ডিজেলের দাম

টিউলিপ গার্ডেন তৈরি হওয়ার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ২০০৭ সালে। টিউলিপ দেখতে ২০১৯ সালে সেখানে হাজির হয়েছিলেন, ২,৫৮,০০০ পর্যটক। গতবছর গোড়ার দিকেও ১,৯০,০০০ পর্যটক যান টিউলিপ গার্ডেন দেখতে যান, বাৎসরিক টিউলিপ উৎসবও অনুষ্ঠিত হয় এই বাগানে। কিন্তু তারপরেই করোনা প্রতিরোধে দেশজুড়ে জারি হয়ে যায় লকডাউন।

আরও পড়ুনঃ সামনেই দোল-হোলি-ঈদ, করোনা প্রতিরোধে নির্দেশিকা কেন্দ্রের

কাশ্মীরের পর্যটন ব্যবসা ২০১৯ থেকেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৩৭০ ধারা বিলোপের সময় বিভিন্ন রাজনৈতিক ও সাধারণ মানুষের ক্ষোভকে সামাল দিতে জারি হয় দীর্ঘ লকডাউন, এছাড়া বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোন, ইন্টারনেটের ব্যবহার। তারপরেই গত বছরের করোনার কারণে লকডাউনে আরও পরিস্থিতি খারাপ হয় উপত্যকার পর্যটন ব্যবসার। এবার শুরু হল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here