জাতীয় সড়কে বালি,উল্টে গেল ধান বোঝাই লরি

0
80

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Turned paddy fulfill lorry
উলটে যাওয়া লরি।নিজস্ব চিত্র

রাস্তার উপর বালি পড়ে থাকার কারণে দুর্ঘটনা।এমনটাই মনে করা হচ্ছে গতকাল রাত ১০ টা নাগাদ নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের কাছে উল্টে গেল ধান বোঝাই লরি।গুরুতরভাবে আহত হয়েছে চালক ও খালাসি।নাম গৌরহরি দাস ও দেবকুমার দাস।এরা পটাশপুর থেকে আরামবাগ যাচ্ছিল।দুজনকে বেলদা গ্রামীন হাসপাতালে আনা হলে আঘাত গুরুতর হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Turned paddy fulfill lorry
অরুনাভ মহাপাত্র,প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ধান বোঝাই ডিসিএম উল্টে পড়ল পুকুরে

Turned paddy fulfill lorry
দুর্ঘটনায় আহত।নিজস্ব চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বেলদা থানার ইস্কন মন্দিরের কাছে বালি বোঝাই আর একটি লরিও দুর্ঘটনার কবলে পড়ে।রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালি।তার জেরে নিয়ন্ত্রন রাখতে না পেরে জাতীয় সড়কের ধারে উল্টে যায় গাড়িটি।স্থানীয়রা এবং বেলদা থানার পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here