স্পোর্টস ডেস্কঃ
টার্নার স্পেশালে অস্ট্রেলিয়া রেকর্ড রান তাড়া করে সিরিজে সমতা ফেরাল।৩৫৯ রানের বিশাল স্কোর খাড়া করেও সিরিজ জেতা তো দুর থাক, উল্টে এখন শেষ ম্যাচ ফাইনালে দাঁড়াল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দুর্দান্ত শুরু করে ভারত।রোহিত শর্মা ৯৫ রানে আউট হলেও অপর ওপেনার শিখর ধাওয়ান ১৪৫ রান করেন। এছাড়াও ভারতের হয়ে উল্লেখযোগ্য রান পান ঋষভ প্যান্ট(৩৬), বিজয় শঙ্কর (২৬) ও কে এল রাহুল (২৬)। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ৫ উইকেট পেলেও ১০ ওভারে ৭০রান খরচ করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যারন ফিঞ্চ (০) ও শন মার্শের (৬) উইকেট হারালেও, চরমভাবে ঘুরে দাঁড়ান উসমান খোয়াজা(৯১) ও হ্যান্ডসকম্ব (১১৭)।পরে টার্নারের ৪৩ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংসই প্রথম দিকে মনে হওয়া বিশাল টার্গেট সহজ করে দেয়। ৪৭.৫ ওভারেই অস্ট্রেলিয়া জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায়।
আজ চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ভারতের বিরুদ্ধে যে কোন দলের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের।
আরও পড়ুনঃ৪৫ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ইংল্যান্ডের
উল্লেখ্য, ১৩ই মার্চ দিল্লীর শেষ ম্যাচ কার্যত ফাইনালে দাঁড়াল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584