নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিনোদন দুনিয়ার পরিস্থিতি এখন কিছুটা আয়ত্তে। খুলেছে শুটিং ফ্লোরের তালা। ১৫ জুন থেকে ধারাবাহিকের নতুন সম্প্রচার দেখবেন দর্শক। কিন্তু এই যে টানা কতদিন শুটিং ছিল না, আর তার ফলে মানুষকে পুরনো এপিসোড দেখে চোখ ভরাতে হচ্ছিল তখন যাঁরা বিভিন্ন ভাবনায় গড়া শর্ট ফিল্ম বানিয়ে দর্শকের মন মজাচ্ছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন অনির্বাণ চক্রবর্তী। বেশ কয়েকটি মর্মস্পর্শী গল্পনির্ভর শর্ট ফিল্ম উপহার দিয়েছেন তিনি।
অনির্বাণের এবারের নিবেদন ‘হিট’। অভিনয়ে সুদীপ্তা চক্রবর্তী, ইশান মজুমদার, নমিতা চক্রবর্তী, অর্করঞ্জন ভট্টাচার্য। ভালোবাসার গল্প বলে এই ছবি। সুদীপ্তার প্রেমিকের ভূমিকায় ইশান মজুমদার। ছবিতে একটি আরশোলা অনেক কথা বলে যায়।
আরও পড়ুনঃ উঠে দাঁড়াক বাংলা
কেন্দ্রীয় চরিত্রের বিন্দি নামের মেয়েটি অভিনেত্রী৷ সে লকডাউনে বাড়িতেই। নিজের হাতে রান্না করে এনে মা আর ভাইকে খাওয়াতে গেলে তার সেটাকে অখাদ্য হতে পারে ভেবে না খাওয়ার বাহানা বানায়। কিন্তু প্রেমিক? সে কী করে? তার ভূমিকাটা এখানে ঠিক কেমন তা জানতে হলে দেখতে হবে ছবিটি।
ছবির কাহিনি, চিত্রনাট্য, পরিচালনা সবই অনির্বাণের। সঙ্গীত পরিচালনায় সোমাগ্নি। সম্পাদনায় আরব দে। গান গেয়েছেন অরিজিৎ। মিউজিক প্রোগ্রামার সৌমাল্য সাহা। গানের কথা লিখেছেন শুভজ্যোতি ভদ্র। কার্যনির্বাহী প্রযোজক সায়ন চক্রবর্তী। টিভিওয়ালা মিডিয়ার প্ল্যাটফর্মে এসেছে ছবিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584