নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চেয়ে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত-কে চিঠি লিখলেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী দেবপ্রিয় সামন্ত।
দেবপ্রিয় বাবুর অভিযোগ, নন্দীগ্রাম নির্বাচন সংক্রান্ত মামলা যে বিচারপতির এজলাসে সেই কৌশিক চন্দের বিরুদ্ধে আপত্তিকর টুইট করেছেন ডেরেক, যা আদালত অবমাননার সামিল। বিচারপতি হওয়ার আগে আইনজীবী থাকাকালে কৌশিক চন্দ উপস্থিত ছিলেন বিজেপির কোন একটি সভায়। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ডেরেক বিচারপতির নিরপেক্ষতা এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা সম্পর্কে সংশয় প্রকাশ করে লিখেছেন বেশ কিছু কথা।
আদালত অবমাননা আইন(১৯৭১)এর ১৫ ধারা অনুযায়ী, ব্যক্তিগতভাবে উচ্চ আদালতে ক্রিমিনাল কনটেম্পট পিটিশন দাখিল করতে চান সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের এডভোকেট জেনারেলের অনুমতির প্রয়োজন হয়।
আরও পড়ুনঃ মেহতার বাসভবনে গিয়েছিলেন শুভেন্দু, তবে বৈঠকের কথা অস্বীকার দুজনেরই
চিঠিতে ডেরেকের দুটি টুইটের কথা উল্লেখ করেছেন দেবপ্রিয় বাবু। একটিতে কৌশিক চন্দ বিজেপির সভায় উপস্থিত রয়েছেন তার ছবি আর দ্বিতীয়টিতে তিনি বিজেপির আইনজীবী হয়ে মামলা লড়ছেন সেই মামলার তথ্য। ওই আইনজীবীর অভিযোগ, কোন সঠিক প্রমাণ ছাড়া তৃণমূল সাংসদ কৌশিক বাবুর নৈতিকতা ও ন্যায়পরায়ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুনঃ রাজ্যপালের বাজেট বক্তৃতা শেষ ৭ মিনিটে, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে তুমুল হট্টগোল
শুধু তাই নয়, একজন সাংসদ ও সেলিব্রিটি হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর অসংখ্য ফলোয়ারদের প্রভাবিত করছেন তাঁর মতো করে ভাবতে। চিঠিতে দেবপ্রিয় বাবু আরো লিখেছেন যে ন্যায়বিচারের স্বার্থে তিনি ডেরেক ও ব্রায়েনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে চান। তাঁকে অনুমতি দেওয়া হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584