বিশ্ব সেরা একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ১২, রাজ্যের আইআইটি খড়গপুর

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রতি বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা কলেজগুলির তালিকা প্রকাশ করে। সেই তালিকায় সেরা ১০০ কলেজের মধ্যে স্থান আইআইটি খড়গপুরের। আইআইটি খড়গপুর শুধু সেরা একশো’র তালিকায় নয়, প্রথম ৫০টি কলেজের মধ্যেই। এই বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সেরা কলেজের তালিকায় ভারতের ১২টি কলেজের নাম আছে। তার মধ্যে ৩টি ইঞ্জিনিয়ারিং কলেজ।

Kharagpur IIT | newsfront.co
ফাইল চিত্র

দেশের মোট ৫২টি উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে থেকে ১২টি কলেজ এই সেরার তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যতম হলো পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর। খড়গপুর আইআইটি খনিজ ও খনিজ ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে।

এছাড়াও কৃষিক্ষেত্র ও বনায়নের ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে উঠে এসেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। আইআইটি খড়গপুর ২০২১ সালে বিষয়গত র‍্যাঙ্কে ৪৪ নম্বর স্থান অর্জন করেছে। গতবছর যা ছিল ৪৬ নম্বরে। পাঁচটি বিস্তৃত বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে ২০২১ সালে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

কিউএস র্যা ঙ্কিংয়ের প্রথম ৫০ সেরা কলেজের তালিকায় আছে ভারতের আরও দুই কলেজ। আইআইটি বম্বে এবং আইআইটি মাদ্রাজ। ‘আইআইটি মাদ্রাজ’-এর স্থান ৩০ ও ‘আইআইটি বম্বে’-এর স্থান ৪১। খনিজ ও মিনারেল ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি ও একনোমেট্রিক্স এবং পরিসংখ্যান ও অপারেশনাল গবেষণা সহ শাখাগুলিতে আইআইটি খড়গপুর দ্বিতীয় স্থান অধিকার করেছে।

আরও পড়ুনঃ শীর্ষে হরিয়ানা, ফেব্রুয়ারিতে দেশে বেকারত্ব বৃদ্ধি ৬.৯শতাংশঃ সিএমআইই রিপোর্ট

এছাড়াও, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য সিস্টেম, নাগরিক ও কাঠামোগত, বৈদ্যুতিক ও বৈদ্যুতিন, যান্ত্রিক, বৈমানিক ও উৎপাদন, আর্থ ও অশনলজি, পদার্থ বিজ্ঞান এবং অ্যাকাউন্টিং এবং ফিনান্স সহ শাখাগুলিতে ভারতের শীর্ষ পাঁচটির মধ্যে এই প্রতিষ্ঠানটি স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ একধাক্কায় প্ল্যাটফর্ম টিকিটের দাম তিন থেকে পাঁচগুণ বৃদ্ধি

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলির শুধুমাত্র পঠন পাঠনের মানের সাথে সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, লেখাপড়ার মান, পড়ুয়া শিক্ষকদের মধ্যে সম্পর্ক, গবেষণার বিষয়, গবেষণায় সাফল্য ইত্যাদি বিষয়গুলি বিচার করা হয়।

ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে মেকানিক্যাল, সিভিল, পেট্রোলিয়াম, ইলেক্ট্রনিকস ছাড়াও আইন, সাহিত্য-র মতো বিষয়গুলি চর্চায় উঠে আসে কি না তাও খুঁটিয়ে দেখা হয়। চলতি বছর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সেরা বিষয়, তার উপর গবেষণা এবং সেই গবেষণার ফলের ভিত্তিতে সেরার তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বব্যাপী ১,৪৫৩টি প্রতিষ্ঠানে পাঁচটি বিষয়ের অধীনে পঞ্চাশটি ছোটে বিষয়কে ২০২১ সালে স্থান দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here