রাজ্যে আরও ১২ জনের করোনা পজিটিভ

0
149

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৩। গত ২৪ ঘন্টায় তিন জন আক্রান্ত সুস্থ। আগামীকাল তারা বাড়ি ফিরে যাবেন।বর্তমানে মোট চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৮০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

corona positive | newsfront.co
গ্রাফিক্সঃ সৈকত দাস

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে তিনি জানান যে, দুই লক্ষ পরিযায়ী শ্রমিকদের রান্না করে খাওয়ানো হচ্ছে। ৭১১টি শিবির করা হয়েছে এই জন্য।

এদিনের বৈঠকে তিনি জানান, লকডাউন ভাঙা যাবে না, কারণ করোনা বাড়ছে। আগামী দুই তিন সপ্তাহ গুরুত্বপূর্ণ। দেশে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বুধবার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর ইঙ্গিত প্রসঙ্গে বলেন, ” সুদীপ বলেছে প্রধানমন্ত্রী নাকি বলেছেন লকডাউন বাড়ানো হতে পারে। এটা কেন্দ্র সিদ্ধান্ত নেবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।” তবে লকডাউন বাড়ানো হলে কড়াকড়ি হোক কিন্তু বাড়াবাড়ি যেন না হয় সে বিষয়ে আবেদন রেখেছেন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যাও ক্রমশ উর্ধ্বগামী। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৩৪, যাদের মধ্যে ৪৭২ জন সুস্থ হয়েছেন। করোনায় এদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৬।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here