নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
সাপ্তাহিক দুদিনের পূর্ণ লকডাউনের প্রথম দিন বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে ব্যাপক সাড়া পড়ল। এদিন সকাল থেকেই লকডাউন কড়াকড়ি করতে বিভিন্ন এলাকায় টহলদারি চালায় বিধাননগর থানার পুলিশ।
এছাড়া যেসব মানুষ মোটরবাইক নিয়ে বা পায়ে হেঁটেই বাইরে বেড়িয়েছিলেন তাদের প্রথমে আটকানো হয়। এরপর জিজ্ঞেসা করা হয় কেন তারা বেরিয়েছেন তার কারণ জানতে চাওয়া হয়।
এমনকি বিধাননগর থানার ওসি নিজে বিভিন্ন এলাকা টহলদেন। এর পাশাপাশি লকডাউন অমান্যকারী বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ ছায়া মহামারি রোধে সিট গঠন হাইকোর্টের
এই বিষয়ে বিধাননগর থানার ওসি মানস দাস বলেন যে এখনও পর্যন্ত লকডাউন অমান্যকারী ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা করা হবে।
এর পাশাপাশি তিনি সকলের কাছে আবেদন করেন যে খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584