বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
ভোটের মুখে বড় ভাঙ্গন বিজেপির।রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ১২ জন নেতা কর্মী বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
এদিন বিধাননগরে মুরালিগঞ্জ এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক সভার আয়োজন করা হয়। এবং সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব,শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতা কর্মীরা।
এদিন মন্ত্রী দলীয় পতাকা তুলে দেন সদ্য বিজেপি থেকে আসা নেতা কর্মীদের।এরপর সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন যে এদিন ১২ জন ট্রাইবাল নেতা। তার মধ্যে বিজেপির ফাঁসিদেওয়া ব্লক সভাপতি বিনয় দাস,এসটি মোর্চার জেলার সভাপতি তথা ২০১৬ সালের বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু সহ আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এদিন যোগদান করেন। তারা মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে তারা আমাদের দলে যোগদান করেন।তাই তাদের আমরা আমাদের দলে স্বাগতম জানাচ্ছি।আমরা তাদের সকলকে নিয়ে আমরা আরও বেশি উন্নয়ন করবো। অপরদিকে সদ্য বিজেপি থেকে আসা ফাঁসিদেওয়া ব্লকের সভাপতি বিনয় দাস বলেন যে আমি দীর্ঘদিন ধরেই বিজেপি দল করে আসছি প্রায় ৩৫ বছর ধরে।আমরা দার্জিলিং জেলায় দুবার সাংসদ পেয়েছি কিন্তু তাসত্ত্বেও কোন কাজই করতে পারিনি দলে থেকে।তাই কোন রকম কাজ না করতে পারায় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ থেকে অনুপ্রাণিত হয়েছি।
আরও পড়ুনঃ সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে ৬০
তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।পরবর্তীতে ফাঁসিদেওয়া ব্লকের প্রায় এক হাজারেরও বেশি কর্মী তৃণমূল কংগ্রেস যোগ দেন করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584