হিমাচল প্রদেশের কিন্নরে ফের ধস, বন্ধ উদ্ধারকার্য

0
69

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:

himachal pradesh
ছবিঃ সংগৃহিত

ফের হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ভূমিধস। আর এই ধসের জেরে ফের উদ্ধারকার্যে বাধা পড়ল। আইটিবিপি সূত্রে খবর, আবারও ধসের কারণে ওই এলাকায় বিগত এক ঘণ্টা ধরে আটকে রয়েছে উদ্ধারকার্য। বুধবার দুপুর ১২ টা ৪৫ নাগাদ একটি যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ভেঙে পড়ে। দুর্ঘটনা ঘটে, কিন্নর জেলার রেকংপেও- সিমলা সড়কে। এই ধসে জেরে আটকে পড়ে হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি।

ধসের খবর পাওয়া মাত্রই উদ্ধারকার্যে নামে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। প্রশাসনিক সূত্রে খবর, উদ্ধারকার্যে সাহায্য করতে ঘটনাস্থলে পাঠানো হয় এনডিআরএফ দল-সহ অন্যান্য উদ্ধারকারী দলকেও। পরে সেনাবাহিনী, আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরেও খবর দেওয়া হয়। গতকাল বুধবার দুপুর থেকেই শুরু হয় উদ্ধারকার্য।

আরও পড়ুনঃ উৎক্ষেপণ সফল কিন্তু শেষরক্ষা হলো না, ইউএস-৩ কে সঠিক কক্ষপথে পৌঁছনো যায়নি : ইসরো

এরপরই ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়াও এদিন চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

আইটিবিপির তরফে জানানো হয়, ধসের জেরে বাসের অর্ধেক অংশ নিখোঁজ হয়ে গিয়েছে। বাস ও পাথর চাপা পড়া গাড়ি মিলিয়ে কমপক্ষে ২৫ থেকে ৩০জন ওই ধসের নীচে আটকে রয়েছে বলে সন্দেহ উদ্ধারকারীদের। এ দিন ভোরে উদ্ধারকার্য শুরু হতেই খোঁজ মেলে বাসটির।

আরও পড়ুনঃ মার্শাল নামিয়ে পাশ বীমা বেসরকারিকরণ বিল, ‘গণতন্ত্রের হত্যা’ দাবি বিরোধীদের

রাস্তা থেকে ৫০০ মিটার নীচে ও সুতলেজ নদী থেকে ২০০ মিটার উপরে আটকে থাকতে দেখা যায় বাসের অর্ধেক অংশ। ওই বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন উদ্ধারকারী দল। এরই মধ্যে এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ ফের ধস নামে ওই জায়গায়। কাজ বন্ধ করে দিতে বাধ্য হন আইটিবিপি ও সেনা জওয়ানরা। পাহাড় থেকে পাথর বৃষ্টি বন্ধ হলেই পুনরায় উদ্ধারকার্য শুরু করা সম্ভব হবে বলে জানায় উদ্ধারকারী দল।

গতকাল বুধবারই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ধসের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সেইসঙ্গে উদ্ধারকাজ এবং ত্রাণের ক্ষেত্রে হিমাচল সরকারকে যাবতীয় সাহায্য প্রদানের জন্য আইটিবিপিকে নির্দেশ দিয়েছেন শাহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here