নাগা রাজনৈতিক সমস্যার সমাধানে কুড়ি ঘন্টার বিক্ষোভ মণিপুরে

0
40

নিউজফ্রণ্ট, ওয়েবডেস্কঃ

মণিপুরের একটি বেসরকারি সংস্থা আগামী ৩১ অক্টোবর টানা ২০ ঘন্টার একটি বিক্ষোভ ডেকেছে। জানা গিয়েছে, মণিপুরের দীর্ঘায়িত রাজনৈতিক সমস্যাগুলির সমাধানের দাবিতেই এই বিক্ষোভের ডাক।

মণিপুরের কোঅর্ডিনেশন কমিটি অন মণিপুর ইন্টিগ্রেটি (কোকোএমআই) জনগণকে এই বৃহস্পতিবার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই বিক্ষোভে সামিল হতে বলেছে। তাদের বক্তব্য ওই দিন অন্যান্য সব কাজ স্থগিত রেখে মণিপুরের জনগণ যেন তাঁদের আঞ্চলিক অখন্ডতাকে রক্ষা করতে এই বিক্ষোভে সামিল হন।

twenty hours protest in manipur | newsfront.co
চিত্র সৌজন্যঃ দ্য হিন্দু

জাতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কোকোএমআই কোঅর্ডিনেটর সুনীল করম জানিয়েছেন, “রাজ্যের সমস্ত জনগণকে এই বিক্ষোভে ডাকার উদ্দেশ্য সমস্ত নাগরিককে একজোট করা। আমাদের রাজ্যের সংস্কৃতি, অখন্ডতা, একতা, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নের পথে নাগা এগ্রিমেন্ট যাতে অন্তরায় হয়ে না দাঁড়াতে পারে সেজন্যই এই বিক্ষোভের ডাক।”

জানা গিয়েছে ইম্ফল-সহ আরও পাঁচটি জেলা এই বিক্ষোভে সামিল হবে। ভোর ৪টে থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। মণিপুর-সহ অরুনাচল প্রদেশ, অসমের জনগণ বিস্তীর্ণ জমি হারানোর ভয় পাচ্ছেন, কারণ কেন্দ্র গোটা উত্তর-পূর্বের নাগা জনবহুল এলাকাগুলিকে একগোষ্ঠীভুক্তকরনের পরিকল্পনায় রয়েছে।

আরও পড়ুনঃ ভারতীয় সেনা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ, পৃথক সরকার গঠনের দাবি মণিপুরের

নাগাল্যান্ড সোশ্যালিস্ট কাউন্সিল (এনএসসিএন-আইএম) এর ইসাক-মুইভা গোষ্ঠী ও কেন্দ্র একটি সমঝোতায় পৌঁছেছে, যা থেকে আশঙ্কা করা হচ্ছে, সংখ্যা গরিষ্ঠ নাগা জনসংখ্যা নিয়ে পুনরায় রাজ্যের সীমা গঠন করা হবে।

সূত্রের খবর, ৩১ অক্টোবর এর মধ্যে কেন্দ্র, এনএসসিএন-আইএমকে বাদ দিয়ে, নাগাল্যান্ডের বিরোধী রাজনৈতিক দল- নাগা ন্যাশনাল পলিটিকাল গ্রুপের(এনএনপিজি) সাথে শান্তি আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে চাইছে।

এনএনপিজির এক নেতা জানিয়েছেন, “স্বতন্ত্র পতাকা ও সংবিধান হলে ভালই হয়। তবে এগুলো পরবর্তীকালে আলোচিত হলেই ভাল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here