নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পান্তা ভাতের নিমন্ত্রণ খেয়ে শিশুসহ ২০ জন অসুস্থ।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ঘোষকিরা এলাকায়।বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বনের মধ্যে পান্তা ভাত এর প্রচলন রয়েছে এই বাংলাতে,প্রত্যেক বছরই নিয়ম মেনে এই দিনগুলি পালন করেন সমস্থ বাঙালিরা।
কথিত আছে শ্রাবণ মাসের শেষ দিনে রান্না হবে এবং ভাদ্র মাসের প্রথম দিনে সেই রান্না খাওয়া হবে,এমনকি উদ্যোক্তারা জানিয়েছেন এটি মনসা পূজার একটি অঙ্গ,সেই মতন গরবেতা থানার ঘোষকিরা এলাকার স্বপন রায়ের বাড়িতে পান্তা ভাত উপলক্ষ্যে গোটা গ্রামবাসীকে নিমন্ত্রণ করা হয়।
সেই মতন আজ দুপুরে সকল গ্রামবাসীরা মিলে একসঙ্গে মধ্যাহ্নভোজ সারছিলেন। এই খাবার খেয়ে একের পর এক অসুস্থ হতে থাকেন সবাই।এই ঘটনায় শিশুসহ কুড়ি জন অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুনঃ অসুস্থ বিধায়কের বাড়িতে নতুন সভাপতি, ২১ ঘুরে দাঁড়ানোর বার্তা
তড়িঘড়ি অসুস্থদের প্রথমে দাড়িগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানে বেশ কিছু জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584