নন্দকুমারে ধর্মীয় শোভাযাত্রায় লরির ধাক্কা, জখম ২০

0
93

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ধর্মীয় শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কায় আহত হলেন ২০জন ৷ আশঙ্কাজনক অবস্থায় ১২ জন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা হাসপাতালে ভর্তি। শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে দুজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গুরুকন্যা এলাকায় ৷

injured mans | newsfront.co
আহত ৷ নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায় গুরুকন্যা এলাকায় গতকাল রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রা যাওয়ার সময় তমলুকের দিক থেকে আসা একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে চলে আসে। শোভাযাত্রায় থাকা বেশ কিছু মানুষজনকে ধাক্কা মারে। আহত হয় বেশ কয়েকজন।

আরও পড়ুনঃ বাঘেরপাড়ায় দু’পক্ষে বিবাদে মৃত ১, আহত ৪

১২জনকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলার সদর হাসপাতালে। দু জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতায়।ঘটনার পরিপ্রেক্ষিতে তমলুক জেলা হাসপাতালে ছুটে আসে স্থানীয় বিধায়ক সুকুমার দে। আহতদের সাথে কথা বলেন তিনি।

জেলা হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ পৌঁছায় । লরিটিকে আটক করেছে পুলিশ। লরির চালক পলাতক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here