২০ লক্ষ ‘ভুল হাতে’ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ১,৩৬৪ কোটি টাকাঃ আরটিআই রিপোর্ট

0
106

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির সুবিধা পাচ্ছেন অনর্থক সুবিধাভোগীরা, জানা গিয়েছে এক আরটিআই রিপোর্টে। কেন্দ্রীয় সরকারের ১,৩৬৪ কোটি টাকা গিয়েছে অযোগ্য চাষীদের হাতে, এক আরটিআই-এর জবাবে জানিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি চালু করে। এই প্রকল্পে ছোট ও প্রান্তিক চাষীদের তিন কিস্তিতে বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়।

PM Kisan nidhi | newsfront.co

মানবধিকার কর্মী ভেঙ্কটেশ নায়েক আরটিআই করেন এই বিষয়ে। আরটিআই এর উত্তরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানায় ভুলবশত এই টাকা গিয়েছে অযোগ্য চাষী ও আয়কর দাতা চাষীদের কাছে। মোট ১,৩৬৪ কোটি টাকার ৫৫.৫৮ শতাংশ গিয়েছে আয়কর দাতা কৃষকদের কাছে। বাকি ৪৪.৪১ শতাংশ টাকা দিয়েছে অযোগ্য চাষীদের কাছে। এমনটাই জানিয়েছেন ভেঙ্কটেশ নায়েক।

তিনি বলেছেন, বিভিন্ন সাংবাদমাধ্যমের থেকে জানতে পেরেছেন সেই টাকা পুনুরুদ্ধারের কাজ নাকি কেন্দ্র শুরু করেছে। তাঁর দাবি, ২০২০ সালে ৩১ জুলাই পর্যন্ত এই টাকা গিয়েছে আয়কদাতা কৃষক ও অযোগ্য চাষীদের কাছে। অর্থাৎ সরকারি তথ্যই বলছে টাকা গিয়েছে ভুল হাতে। এই সুবিধাভোগীরা মূলত ৫টি রাজ্যের। পঞ্জাব, মহারাষ্ট্র, অসম, গুজরাত ও উত্তরপ্রদেশের।

আরও পড়ুনঃ ঊর্ধ্বমুখী খাদ্য মূল্যস্ফীতি, বাড়ছে উদ্বেগ

নায়েক জানিয়েছেন, সুবিধাভোগীদের তালিকায় প্রথমে পঞ্জাব। মোট টাকার ২৩ শতাংশ গিয়েছে পঞ্জাবের ৪.৭৪ লক্ষ সুবিধাভোগীদের কাছে। দ্বিতীয়তে অসম, ৩.৪৫ লক্ষ লোকের হাতে গিয়েছে ১৬.৮৭ শতাংশ টাকা। মহারাষ্ট্রের ২.৮৬ লোকের হাতে গিয়েছে ১৩.৯৯ শতাংশ টাকা।

আরও পড়ুনঃ নয়া কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অর্থাৎ এই ৩টি রাজ্যেই মোট টাকার অধিকাংশই অযোগ্য ব্যক্তিদের হাতে গিয়েছে। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গুজরাত ও উত্তরপ্রদেশ। গুজরাতের ১.৬৪ লাখ সুবিধাভোগীর কাছে গিয়েছে ৮.০৫ শতাংশ টাকা। উত্তরপ্রদেশের ১.৬৪ লাখ সুবিধাভোগীর কাছে গিয়েছে ৮.০১ শতাংশ টাকা। তালিকায় নাম রয়েছে সিকিমেরও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here