বালুরঘাটে দুটি বাসের রেষারেষিতে লরিতে ধাক্কা, আহত ২৩

0
98

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

একে অপরকে টেক্কা দিয়ে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করার সময়ে সামনে পড়ে যাওয়া লরিকে ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। আহত বাসের ২৩ জন যাত্রী।

bus accident | newsfront.co
দুর্ঘটনাগ্রস্ত বাস ৷ নিজস্ব চিত্র

আজ সকাল এগারটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলকাতা ৫১২ নম্বর জাতীয় সড়কের রামপুর এলাকার ১৪ মাইলে। লরির সাথে ধাক্কা মারার পর দুদিকে লরিও বাসটি ছিটকে পড়ে। বাসটির স্টার্ট বন্ধ না হওয়ায় তার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বাসের মধ্যেই আটকে থাকে আহত যাত্রীরা।

accident place | newsfront.co
দুর্ঘটনাস্থল ৷ নিজস্ব চিত্র

স্থানীয় জনগন দুর্ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহতদের গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা চালায়। আহতদের বেশ কয়েকজনকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসার পাশাপাশি বাকিদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছে।

আরও পড়ুনঃ পারিবারিক বিবাদে ভাইয়ের হাতে দাদা খুন

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকার্যে ছুটে আসে দমকল ৷ তদন্তে নেমেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও বাসের আহত যাত্রীরা এই দুর্ঘটনার জন্য বাসটির চালকই দায়ী বলে অভিযোগ জানিয়েছে। ঘটনার পর বাসটির চালক কন্ডাকটর বেপাত্তা হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল এগারটা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুটি বাস মালদা থেকে বালুরঘাটের দিকে আসছিল। আহত যাত্রীদের অভিযোগ গঙ্গারামপুর ছাড়ার পর দুটি বাস একে অপরকে অতিক্রম করে পাশ কাটিয়ে দ্রুত বালুরঘাটে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। ৫১২ নম্বর জাতীয় সড়কের ওপর বালুরঘাট – কলকাতা রাস্তার রামপুর এলাকার চোদ্দ মাইলের উপর বাসটির চালক অন্যবাসটিকে পাশ কাটিয়ে দ্রুত বের হতে গেলে বালুরঘাটের দিক থেকে আসা লরিটির সাথে মুখোমুখি বাসটির সংঘর্ষ হয় বলে জানা গেছে।

অপরদিকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল ও বালুরঘাট জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। সব আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। যদিও এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ।

আরও পড়ুনঃ নন্দকুমারে দোকানে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য

প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সহ নানান কর্মসূচি নেওয়ার মধ্যেই ঘটে গেল বড় দুর্ঘটনা। এই কর্মসূচির বিষয়ে ‌পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিল৷

কেননা জাতীয় সড়ক ধরে বেশ কিছু জায়গায় দুর্ঘটনা রুখতে নজরদারির জন্য পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার বসালেও তাতে কোন নজরদারি চালায় না পুলিশ। যদি চালাত তাহলে এত বড় দুর্ঘটনার কবলে পড়তে হতো না বাসটির যাত্রী সাধারণ কে বলে অভিযোগ জানিয়েছে জেলার নিত্য যাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here