বাবু হক,হাওড়াঃ
হাওড়া জেলার উলুবেড়িয়ার কাটিলায় অবস্থিত আশা ভবন সেন্টারের কুড়িতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পুলক রায় স্মরণীয় অনুষ্ঠানের সাক্ষী হিসেবে হাজির থাকেন হাওড়া জে জে ই জুঁই দত্ত উলুবেড়িয়া থানার আই সি কৌশিক কুণ্ডু রাজাপুর থানার ওসি অজয় কুমার সিং উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর নিমু নির্মল জানা রবিয়াল হক মোল্লা উলুবেড়িয়া মহিলা থানার ওসি মৌসুমী ব্যানার্জী ও শিক্ষক স্বপন চেটেল সহ আরো অনেকে আশা ভবণ সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই জানান যে ১৯৯৯ সাল থেকে ধারাবাহিকভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নারীদের সহ পুরুষদের সক্ষমতা বৃদ্ধি করতে উদ্যোগ নেওয়া হয়েছে এদের শিক্ষা চিকিৎসা ক্রীড়া সংস্কৃতি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা সেমিনার আলোচনা সভা কার্যক্রম কর্ম সংস্থান করতে জীবন যাপন জীবিকার তাগিদে চর্চা এগিয়ে যাচ্ছে আবাসিক ও নন আবাসিক ইনডোর ও আউট ডোর সেবা পরিষেবা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের বিশেষ সেন্টারের মাধ্যমে আমরা সবাই মিলে সাধ্যমত সেবা কর্ম করে এগিয়ে যাচ্ছি।আশা ভবন সেন্টারের সম্পাদিকা মমতাময়ী শুকেসী বাড়ুই স্নেহশপর্শে সমাজের দরিদ্র দিনমজুর পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে দিবারাত্রি নিবেদিত প্রাণ আপামর জনসাধারণের আর্শিবাদ মাথায় নিয়ে এগিয়ে চলেছেন বাস্তবায়ন করতে সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।কুড়িতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচি ছিল প্রদীপ প্রজ্বলন কেক কেটে জন্মদিন পালন আবাসিক মেয়েরা সমবেত হয়ে নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এতে প্রায় কুড়ি জন মহিলা সহ পুরুষ মিলে মিশে একাকার হয়ে সুমহান আদর্শের ভিত্তিতে এগিয়ে এসে শতাধিক জন রক্ত দান করেন দীর্ঘ কুড়ি বছরের কর্মযজ্ঞের কথা বলতে গিয়ে মমতাময়ী শুকেসী বাড়ুই জানান আমাদের সাধ্যমতো সমাজসেবা মূলক কাজ করতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারে সহ বিভিন্ন স্তরের পুরস্কার মিলেছে আমার আমাদের কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি সকলের সহযোগিতা কামনা করছি সকলে মিলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নারীদের সহ পুরুষদের সক্ষমতায় সহায়তা করে যাবো।বিধায়ক পুলক রায় তার বক্তব্যে বলেন আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি ব্যাপী নানান রকমের প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন আমাদের সরকার ও আমি আপনাদের সাথে আছি সবসময় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সহযোগিতায় এগিয়ে চলুক জয়োৎসব শুভকামনা রইলো। ভুক্তোভোগীরা জানান যে আশা ভবণ সেন্টারের দাদা দিদি সকল প্রকার কর্মীদের নিয়ে সমাজের বিভিন্ন স্থানের বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য কর্মযজ্ঞ করে যাচ্ছেন আমাদের প্রতিনিধি র চোখে পড়ে এক মহিলা রক্ত দান করছেন সেই মুহুর্তে তার মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আধুনিক প্রযুক্তির মোবাইল ফোন অপারেট করছে আপন মনে এই দৃশ্য দেখতে সকলে আকৃষ্ট হয়। এই আশা ভবণ সেন্টারের আবাসিক মেয়েরা ক্রীড়ায়,কন্যাশ্রীতে নজীর সৃষ্টি করে নানান ধরনের পুরষ্কার পেয়েছে ইতিমধ্যে ।
আরও পড়ুন: ছুরি মারার ঘটনায় চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584