নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মধ্যপ্রদেশের বিদিশায় একই করোনা রোগীকে দুবার মৃত বলে ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ।বিদিশার সুলতানিয়া গ্রামের ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে ১২ এপ্রিল অটল বিহারী বাজপেয়ী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবার। প্রাথমিক ভাবে ঘাড়ের অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি করোনা আক্রান্ত ছিলেন না বলে দাবি তাঁর পরিবারের। যদিও মৃত্যুর আগে জানা যায় তিনি করোনা পজিটিভ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এটা ‘সামান্য’ বিভ্রান্তির কারণে ঘটেছে। হাসপাতালের নার্স নিয়মমাফিক রোগীকে পরীক্ষা করতে গিয়ে দেখেন ওই ব্যক্তির হার্ট বিট পাওয়া যাচ্ছেনা। তিনি ধরে নেন রোগী মারা গিয়েছেন।
আরও পড়ুনঃ লাগাম ছাড়া সংক্রমণ কুম্ভমেলায়, দুটি শাহি স্নানের পর ‘প্রতীকী মেলা’র আর্জি প্রধানমন্ত্রীর
এরপরে ডাক্তাররা আসেন সিপিআর পদ্ধতিতে হার্ট সচল হয়। ইতিমধ্যে রোগীর পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছিলো যে তিনি মারা গিয়েছেন। হাস্পাতাল ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়, বাড়ির লোক শেষকৃত্যের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু জানা যায় ওই ব্যক্তি রয়েছেন ভেন্টিলেশনে।অবশেষে সন্ধ্যে ৬ টা নাগাদ তিনি সত্যিই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584