বাংলাদেশে ধর্মীয় হিংসায় মদতের অভিযোগ, পরে ‘ভেরিফায়েড’ ভুয়ো প্রোফাইল মুছলো টুইটার

0
90

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

দুর্গাপুজোয় বাংলাদেশে ঘটে যাওয়া ধর্মীয় হিংসার ঘটনায় একটি ভুয়ো টুইটার প্রোফাইলকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভিন্ন ছবি, ভিডিও ছড়িয়ে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুললো বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা এক নাগরিক মঞ্চ, ’বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।‘

BHUC টুইটার অ্যাকাউন্টের স্ক্রিনশট

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বা BHBCUC জানিয়েছে এই টুইটার অ্যাকাউন্টটি ২০২১ সালের জানুয়ারি মাসেই খোলা হয় এবং তারপর থেকে মাত্র ৩৮৬ টি টুইট করেছে। সংগঠনটির “বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ” টুইটার পেজ ছাড়া অন্য কোন ডিজিটাল ফুটপ্রিন্ট নেই বলেই মনে করা হচ্ছে । এমনকি সংগঠনটির কোন ওয়েবসাইট বা ফেসবুক পেজও নেই।

উল্লেখযোগ্য বিষয় হল, @ হিন্দু ইউনিটি কাউন্সিলবিডি অ্যাকাউন্ট টুইটার ভেরিফায়েড এবং এর ২৭ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে এর। এই প্রোফাইলে করা পোস্টগুলি বিভিন্ন সংবাদ প্রতিবেদনেও ব্যবহার করা হয়েছে। এমনটাই জানিয়েছে জাতীয় স্তরের সংবাদমাধ্যম দ্য ওয়্যার।

আরও পড়ুনঃ ‘হিন্দি না জানলে টাকা ফেরত পাবেন না’, উপদেশ জোম্যাটোর কাস্টমার কেয়ার প্রতিনিধির

টুইটার হ্যান্ডেলের প্রোফাইল তথ্য বিভাগে একটি ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে তা বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদের নয় বরং বাংলাদেশের বিশিষ্ট সংখ্যালঘু নাগরিক সমাজ সংগঠন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের।

আরও পড়ুনঃ প্রয়াত প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন বিদেশ সচিব কলিন পাওয়েল

উল্লেখ্য, বিএইচইউসির কিছু টুইট ১০ হাজার বার শেয়ার করা হয়েছে। অনেক দক্ষিণপন্থী টুইটার প্রোফাইল বিএইচইউসি-র শেয়ার করা ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে হিংসায় ঘৃতাহুতি দিয়েছে। এর আগে ঐ টুইটার প্রোফাইল সম্পর্কে সরকারিভাবে বিটিআরসি-র কাছে অভিযোগ জানিয়েছে BHBCUC এবং তাঁরা জানিয়েছেন যে, ফেসবুক, ইমেইল এবং পরিষদ বার্তা ছাড়া বিএইচবিসিইউসি এর অন্য কোন অ্যাকাউন্ট নেই। শেষ পর্যন্ত চাপে পড়ে এদিন টুইটার হ্যান্ডলটি মুছে দিল টুইটার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here