টুইটার কর্তৃপক্ষের কড়া নজরে কঙ্গনা রানাউতের অ্যাকাউন্ট

0
50

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

kangana ranaut | newsfront.co
ফাইল চিত্র

সইফ আলি খানের ‘তাণ্ডব’ নিয়ে যখন দেশজুড়ে বিতর্কের ঝড় চলছে, হিন্দুধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে আমাজন প্রাইমের এই ওয়েব সিরিজের বিরুদ্ধে, ঠিক তখনই সেই বিতর্কে স্বভাবসিদ্ধগতভাবে ঘি ঢাললেন কঙ্গনা রানাউত। ‘তান্ডব’ নির্মাতাদের মাথা কাটার হুমকি দিলেন অভিনেত্রী। যার জেরে বুধবার বেশ কয়েকঘন্টার জন্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ভ্যারিফাইয়েড টুইটার অ্যাকাউন্টটির উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অভিযোগ, বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়াচ্ছেন। আর মাইকো ব্লগিং সাইটের মাধ্যমে হিংসা ছড়ানো টুইটারের গাইডলাইনের বিরোধী। তাই এহেন সিদ্ধান্ত টুইটার কর্তৃপক্ষের।

কঙ্গনা ড্যামেজ কন্ট্রোলে সেই টুইটটি ডিলিট করে দিলেও নায়িকার টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তাণ্ডব বিতর্ক নিয়ে টুইট করতে দিয়ে কঙ্গনা লিখেছিলেন, ‘এবার সময় এসেছে ওদের মু্ণ্ডুচ্ছেদ করবার’। বিজেপি নেতা কপিল মিশ্রও একটি টুইট শেয়ার করে ‘তাণ্ডব’ পরিচালকের উদ্দেশে প্রশ্ন ছোড়েন, “বলো আলি আব্বাস জাফর, আল্লাহর উপহাস করার হিম্মত আছে?”

একাধিক বিজেপি নেতা দাবি করেছেন সইফ আলি খান অভিনীত এই সিরিজে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে। কঙ্গনার উপর লাগানো প্রতিবন্ধতকা সম্পর্কে টুইটার কর্তৃপক্ষ নিজস্ব সাফাই দিয়েছে।

ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে বিতর্কিত টুইট করে ফের বিপাকে কঙ্গনা। বেগতিক দেখে পরে অবশ্য সেই টুইট ডিলিটও করে দেন তিনি। বহু নেটিজেনই সরব হন কঙ্গনার বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বিদ্বেষ ছড়াচ্ছেন বলি তারকা। তাণ্ডবের অভিনেতা ও পুরো টিমের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। টুইটারে ট্রেন্ডিং হয় #SuspendKanganaRanaut। যার জেরে টুইটার কর্তৃপক্ষ অভিনেত্রীর প্রোফাইলে কড়া নজরদারি চালানোর কথা ঘোষণা করেন।

আরও পড়ুনঃ দাবি মেনে অবশেষে কৃষি আইন স্থগিতের পথে কেন্দ্র

টুইটারের মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, ‘আমরা সেই সমস্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিই যা টুইটারের নিয়মাবলি লঙ্ঘন করে। আমরা মানুষকে স্বাগত জানাই নিজেদের মতাদর্শ তুলে ধরতে, বাক স্বাধীনতার খেয়ালও আমরা রাখি কিন্তু আমাদের গাইডলাইন অনুযায়ী অশ্লীলতা বরদাস্ত করা হয় না। আপনি কাউকে নিগ্রহ করতে পারেন না কিংবা অন্যকে উৎসাহিত করতে পারেন না এই কাজে যোগ দিতে’। তিনি আরও জানান যে, ‘মৃত্যু কামনার ইচ্ছা প্রকাশ করে করা কোনও কনটেন্ট কিংবা কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষতি চাওয়া, হিংসা ছড়ানোর মতো কাজ কেউ করলে আমরা সেই অ্যাকাউন্টটিকে গাইডলাইন লঙ্ঘনের জন্য রিড-ওনলি মুডে রেখে দিই’। ‘রিড ওনলি মুড’-এর অর্থ সেই সময়কালের জন্য অ্যাকাউন্ট থেকে নতুন কোনও টুইট লেখা যাবে না।

আরও পড়ুনঃ দিল্লির বাইরে ট্রাক্টর মিছিল, মানতে নারাজ কৃষকরা

যদিও টুইটার কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সহজভাবে নেননি কঙ্গনা। এই মর্মে টুইটারে ফের বিস্ফোরক মন্তব্য করেন ‘কন্ট্রোভার্সি কুইন’। রণংদেহি মেজাজে ময়দানে নামেন অভিনেত্রী। তাঁর সমালোচকদের উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘লিব্রু’রা কান্নাকাটি করে জ্যাক (জ্যাক ডরসি, টুইটারের সিইও) চাচাকে বলে আমার অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। ওঁরা ভয় দেখাচ্ছে যে কোনও সময় আমার অ্যাকাউন্টটি বা আমার ভার্চুয়াল পরিচিতিটা দেশের জন্য শহীদ হয়ে যাবে। কিন্তু আমার ‘দেশভক্ত ভার্সন’ ফের রিলোড হবে আমার ছবির মাধ্যমে। তোমাদের জীবন দুষ্কর করে দিয়ে তবেই দম নেব’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here