নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কেন্দ্রের চাপে পড়ে সরকার বিরোধী, ‘খলিস্তানপন্থী’ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিলো টুইটার কর্তৃপক্ষ। বুধবার টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতে কিছু অ্যাকাউন্ট তারা বন্ধ করেছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের চিহ্নিত করে দেওয়া টুইটার হ্যান্ডেলগুলিকে বন্ধ করা হয়েছে। তবে কেন্দ্রের চিহ্নিত করা টুইটার হ্যান্ডেলগুলির মধ্যে যেগুলি ভারত থেকে ব্যবহার করা হয় তারা সেগুলিই বন্ধ করবে, কৃষক আন্দোলন নিয়ে সরব যে সমস্ত টুইটার হ্যান্ডেল বিদেশ থেকে ব্যবহার করা হয় সেগুলিতে এর কোনো প্রভাব পড়বেনা এমনটাই জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
নিজেদের ব্লগ পোস্টে টুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, সাংবাদিক বা সংবাদমাধ্যমের কর্মী, সমাজকর্মী এবং রাজনীতিবিদদের অ্যাকাউন্ট তারা বন্ধ করছে না। ভারতীয় আইনের মধ্যে থেকে এবং বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই তারা জানিয়েছে। জানা গিয়েছে যে, #FarmerGenocide হ্যাশট্যাগ দিয়ে ২৫৭টি অ্যাকাউন্ট থেকে টুইট সরকার বিরোধী টুইট করা হয়েছে। তার মধ্যে ১২৬টি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে টুইটার। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক ১২০০টি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল টুইটারকে,তার মধ্যে ৫৮৩টি বন্ধ করা হয়েছে বলে টুইটার সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ তপোবন সুড়ঙ্গে এখনও আটকে ৩৫
কৃষক আন্দোলন নিয়ে সরকার বিরোধী, ‘খলিস্তানপন্থী’ টুইট করা হচ্ছে বলে ১২০০ টুইটার হ্যান্ডেলকে চিহ্নিত করে সেগুলি বন্ধ করার জন্য টুইটার কর্তৃপক্ষকে নোটিস পাঠায় কেন্দ্র। সেই নোটিস পাওয়ার ২৪ ঘণ্টা পরেই টুইটার কর্তৃপক্ষ মঙ্গলবার কেন্দ্রকে জানায়, তাদের কাছে কর্মীদের নিরাপত্তা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সোমবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে একটি বৈঠক হয় টুইটার কর্তৃপক্ষের। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “সরকারের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত আমরা। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গেও এবিষয়ে প্রাথমিক আলাচনা হয়েছে। তবে কর্মীদের নিরাপত্তার বিষয়টিই নিয়েই বেশি চিন্তিত আমরা।“
আরও পড়ুনঃ বিগত ৬২ বছরে দেশের উষ্ণতম জানুয়ারি মাসের তকমা পেল ২০২১-এর জানুয়ারি
কৃষক আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলা ১২০০ টুইটার অ্যাকাউন্ট ব্লক করার জন্য টুইটার কর্তৃপক্ষকে নোটিস পাঠায় কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক ১২০০ অ্যাকাউন্টের নতুন তালিকা টুইটারকে পাঠিয়েছে। কেন্দ্রের তরফে আবেদন করা হয়েছে, যাতে ভারতে ওই অ্যাকাউন্টগুলি ব্লক করা হয় বা সাসপেন্ড করা হয়। গোয়েন্দা বিভাগ তদন্ত করে দেখেছে এই অ্যাকাউন্টগুলির সঙ্গে খলিস্তান-পন্থীদের যোগ আছে কিনা বা পাকিস্তানের মদত আছে কিনা। একই সঙ্গে আরও আবেদন করা হয়েছে যে ওই তালিকাভুক্ত অ্যাকাউন্টগুলি থেকে বিকৃত তথ্য পরিবেশন করা হচ্ছে। কৃষক আন্দোলনের পক্ষে প্ররোচনামূলক তথ্য পেশ করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584