ওয়েবডেস্কঃ
সংসদীয় কমিটির তলবকে প্রত্যাক্ষান করলেন টুইটার সিইও জ্যাক ডোরসে।
ভারত তথা পৃথিবী জুড়ে গ্রাহকদের তথ্য নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে টুইটার কর্তৃপক্ষ কী ভাবছে সে বিষয়ে তলব চেয়ে টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি দেয় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি।
গত ১ ফেব্রুয়ারি লিখিত চিঠির মাধ্যমে সংসদীয় কমিটির পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষকে হাজিরার ব্যাপারে ওই চিঠি পাঠানো হয় । চিঠিতে ৭ ফেব্রুয়ারির মধ্যে সংস্থার বর্তমান কর্মকর্তাকে সংসদীয় কমিটির সম্মুখে হাজিরার নির্দেশ দেওয়া হয় । তবে টুইটার কর্তৃপক্ষের শীর্ষকর্তা ও অন্যান্য বিশিষ্ট আধিকারিকদের অনুরোধে ওই সময় বাতিল করে ১১ ই ফেব্রুয়ারি দিন ধার্য করা হয় সংসদীয় কমিটির পক্ষ থেকে। তবে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে ১০ দিন সময় তাদের জন্য যথেষ্ট নয় ।
সংসদীয় কমিটির পক্ষ থেকে ওই চিঠিতে জানানো হয়েছে “প্রতিষ্ঠানের প্রধানকেই কমিটির সামনে হাজির হতে হবে”। অবশ্য তারা আরও বলেছে যে ” প্রয়োজনে তাঁর সাথে অন্য প্রতিনিধিও সঙ্গ দিতে পারেন।”
ইতিমধ্যেই টুইটার এর বর্তমান এক্সিকিউটিভ অফিসার জ্যাক ডোরসেকে ডেকে পাঠিয়েছিল আমেরিকা, সিঙ্গাপুর এবং ইউরোপীয় ইউনিয়ন । ভারত চতুর্থ সংসদীয় দেশ যারা টুইটারকে নিরাপত্তার প্রশ্নে তলব করতে চলেছে ।
(ছবি সৌজন্যে-https://twitter.com/RangDeTiranga/status/1094250465783660544?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584