ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
গুগল, অ্যাপেল, মাইক্রোসফটের পর এবার ভারতের পাশে টুইটার। করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মত আছড়ে পড়েছে ভারতে, বেসামাল স্বাস্থ্য ব্যবস্থা। এই সঙ্কটে ১ কোটি ৫০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১০কোটি টাকার অনুদান ঘোষণা করল টুইটার।
সোমবার টুইটার সিইও জ্যাক ডোরসে এই অনুদানের কথা ঘোষণা করেন নিজেরই টুইটার হ্যান্ডেলে। তিনি বলেন, কোভিড সংকটে ভারতকে সাহায্য করতে স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইউএসএ – কে ১৫ মিলিয়ন ডলার ভাগ করে দেওয়া হয়েছে।
$15 million split between @CARE, @AIDINDIA, and @sewausa to help address the COVID-19 crisis in India. All tracked here: https://t.co/Db2YJiwcqc 🇮🇳
— jack (@jack) May 10, 2021
প্রসঙ্গত, এই অতিমারির বিরুদ্ধে লড়তে গত ২৭ এপ্রিল বিশ্বের বৃহত্তম টেক জায়ান্ট অ্যাপেল ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এছাড়া এর আগে গুগল সিইও সুন্দর পিচাই ও মাইক্রোসফট সিইও সত্য নাদেলাও সাহায্যের হাত বাড়িয়েছিলেন।
আরও পড়ুনঃ বাবার শেষকৃত্য সম্পন্নের জন্য জামিন পেলেন সিএএ বিরোধী আন্দোলন কর্মী নাতাশা নারওয়াল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584