চাইলে ‘আজীবন’ বাড়ি থেকে কাজ করতে পারবেন টুইটার কর্মীরা

0
61

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা মহামারির প্রকোপে প্রায় স্তব্ধ গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমণ রুখতে অধিকাংশ দেশে জারি হয়েছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন কর্মসংস্থান। বাড়ি থেকেই কাজ করছেন বেশ কিছু অফিসের কর্মচারীরা। এবার টুইটারও এরকমই এক সিদ্ধান্ত নিয়েছে।

twitter | newsfront.co
প্রতীকী চিত্র

টুইটার কর্মীদের জানিয়ে দিয়েছে যে, তারা চাইলে ‘আজীবন’ বাড়ি থেকে কাজ করতে পারবেন। এর আগে গুগল ও ফেসবুক জানিয়েছে যে, করোনা পরিস্থিতির কারণে এই বছরটা অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের কর্মীরা সমস্ত কাজ বাড়ি থেকেই করতে পারবেন। এরপর টুইটারও একই পথে হাঁটল। বিবিসি বাংলার খবর অনুযায়ী, লকডাউনের সময় টুইটার বাড়ি থেকে কাজ করার যে ব্যবস্থা চালু করেছিল, সেটি কার্যকর হওয়ায় কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে কোম্পানি এটিও জানিয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর যখন অফিস খোলা হবে, তখন চাইলে কর্মীরা অফিসেও আসতে পারবেন।

আরও পড়ুনঃ লিপুলেখ-গামী রাস্তা নির্মানকে কেন্দ্র করে ভারত নেপাল টানাপোড়েন

বিশ্বজুড়ে সানফ্রানসিসকো ভিত্তিক এই কোম্পানির চার হাজারের বেশি কর্মী রয়েছে। বাড়ি থেকে কাজ করার ঘোষণায় টুইটার বলেছে, ”গত কয়েকমাসে এটা প্রমাণিত হয়েছে যে, আমরা বাড়ি থেকে কাজ করতে পারছি। সুতরাং আমাদের কর্মীরা যদি বাড়ি থেকে কাজ করার মতো দায়িত্ব ও পরিস্থিতিতে থাকে এবং তাঁরা যদি বাড়িতে বসেই আজীবন কাজ করতে চায়, তবে আমরা সেই ব্যবস্থাও করবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here