সত্যের বিকৃতি মালব্যের পোস্টে, ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ তকমা টুইটারের

0
81

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সরাসরি ‘ফেক ভিডিও’ প্রচার করেছেন অমিত মালব্য, প্রমাণিত হল টুইটারের অভিযোগে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য , কৃষক বিদ্রোহ নিয়ে একটি টুইট করেন, সেই টুইটকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত করল খোদ টুইটার।

Amit Malviya | newsfront.co

কৃষক বিক্ষোভ নিয়ে একটি ভিডিও এডিট করে সত্যকে ‘বিকৃত’ করে টুইট করেন মালব্য, ফ্যাক্ট চেক করার পর টুইটার-ই জানিয়েছে সেকথা। অমিত মালব্য-র টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ তকমা দিয়েছে টুইটার।

আরও পড়ুনঃ সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে ভারতে আসতে চলেছেন বরিস জনসন

গত ২৮ নভেম্বর রাহুল গান্ধী একটি ছবি টুইট করেন, যেখানে দেখা যাচ্ছে, কৃষক বিক্ষোভ চলাকালীন একজন বৃদ্ধ আন্দোলনকারীকে লাঠি নিয়ে মারতে উদ্যত এক পুলিশকর্মী। সেই ছবির সঙ্গে একটি ভিডিও ক্লিপ টুইট করেন মালব্য। সেই ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধকে পুলিশ কর্মী আদৌ মারছেন না। ভিডিওর নীচে লেখা, ‘‘পুলিশকর্মী কৃষককে স্পর্শ পর্যন্ত করেননি”।

আরও পড়ুনঃ কৃষি আইন নিয়ে অনড় কেন্দ্র, পদ্মবিভূষণ ফিরিয়ে প্রতিবাদ বাদলের

কয়েকটি ফ্যাক্ট চেকিং সাইট আসল ভিডিওটি প্রকাশ করলে তাতে দেখা যায়, যে অংশটিতে কৃষককে পুলিশ কর্মী লাঠিপেটা করছেন দেখা যাচ্ছে, সেটি এডিট করে সরিয়ে দিয়েছেন মালব্য। বিখ্যত চেকিং সাইট বুমলাইভ ওই কৃষককেও চিহ্নিত করে, সুকদেব সিং নামে পাঞ্জাবের কৃষক বুমলাইভকে জানিয়েছেন, তাঁকে আঘাত করা হয়েছে। এ ঘটনায় অমিত মালব্যর কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here