অনির্দিষ্টকালের জন্য বন্ধ টুইটার অ্যাকাউন্ট! কন্ঠরোধের অভিযোগে সরব ট্রাম্প

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ফেসবুকের পথে হেঁটেই ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল টুইটার । বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট থেকে উস্কানির ফলে আবার হিংসা ছড়াতে পারে এই আশংকায় পাকাপাকিভাবে ট্রাম্পের অ্যাকউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

Donald Trump | newsfront.co
ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বুধবার সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছিল টুইটার, তখনই তাঁকে সতর্ক করা হয় যে ভবিষ্যতে আবার এই ধরণের উস্কানিমূলক পোস্ট করলে চিরতরে বন্ধ করে দেওয়া হবে তাঁর টুইটার অ্যাকাউন্ট। পরের দিন সেই অ্যাকাউন্ট খুলেও দেয় টুইটার। কিন্তু অবশেষে পাকাপাকি ভাবেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থা।

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্প সমর্থকরা টুইটারকে ব্যবহার করেই হিংসা ছড়ায় বলে অভিযোগ ওঠে। এধরণের অভিযোগের ক্ষেত্রে তারা যে আর কোনও ঝুঁকি নিতে চায় না, তা স্পষ্ট হয়ে গেল টুইটারের এই পদক্ষেপে।

আরও পড়ুনঃ কলঙ্কিত গণতন্ত্র! মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা ঘিরে অগ্নিগর্ভ ওয়াশিংটন ডিসি

গত বুধবার ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে নির্বাচন পরবর্তী বেনজির হিংসার সাক্ষী হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসাত্মক হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা, ওই ঘটনায় চার জনের মৃত্যু হয় এবং শেষমেশ পরিস্থিতি আয়ত্বে আনতে ন্যাশনাল গার্ডের সাহায্য নিতে হয়।

আরও পড়ুনঃ ‘সুন্দর এবং দেখার মতো এক দৃশ্য’- উনিশের মার্কিন কটাক্ষ একুশে ফিরিয়ে দিল চিন

টুইটার কর্তৃপক্ষের তরফে এই ঘটনার কথা উল্লেখ করে বলা হয়েছে, এভাবেই টুইটার তাদের নীতি ও তার প্রয়োগের ব্যাপারে স্বচ্ছ থাকতে চায়। যদিও ওই অ্যাকাউন্ট বন্ধ করার পরই ট্রাম্প আবার টুইট করেন তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই টুইটও মুছে দেয় টুইটার।

ডোনাল্ড ট্রাম্প তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সরাসরি টুইটারের বিরুদ্ধে সরব হন,তিনি লেখেন এভাবে তাঁর ও তাঁর সাড়ে সাত কোটি ‘দেশভক্ত’ ভোটারের কণ্ঠরোধ করা যাবে না। অদূর ভবিষ্যতেই নিজস্ব কোনও প্ল্যাটফর্ম তিনি নিয়ে আসবেন। এ বিষয়ে শীঘ্রই কোনও বড় ঘোষণা তিনি করবেন বলেও জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here