ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কংগ্রেসের সঙ্গে ঘোরতর সংঘাতে জড়িয়েছে টুইটার। এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেশ কিছু বিতর্কিত পরিস্থিতি তৈরি হয় টুইটারের। এমন আবহে সরিয়ে দেওয়া হল, টুইটার ইন্ডিয়ার ডিরেক্টর মনীশ মহেশ্বরীকে।
কংগ্রেসের সঙ্গে সংঘাতে জড়ানোর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক বিষয়ে বিরোধ সৃষ্টি হয়। তবে সম্প্রতি রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতার টুইটার অ্যাকাউন্ট লক করা নিয়ে টুইটার ইন্ডিয়া ডিরেক্টর রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েন। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্টের ‘ব্লু টিক’ বা ভেরিফায়েড চিহ্ন তুলে দেওয়া নিয়েও বিস্তর ঝঞ্ঝাট সৃষ্টি হয়। এর মাঝেই মনীশকে সরিয়ে নিয়ে যাওয়া হলো টুইটারের সানফ্রান্সিস্কোর অফিসে সিনিয়র ম্যানেজার হিসেবে।
আরও পড়ুনঃ আন্দোলনের ফল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে চালু হচ্ছে আরবি
দিল্লিতে ধর্ষণের শিকার এক নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎপর্বের পর তাঁদের একটি ছবি টুইটারে পোস্ট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার জেরেই ব্যবস্থা গ্রহণ করে টুইটার কর্তৃপক্ষ। সেই ঘটনার পরেই কংগ্রেস-টুইটারের মধ্যে সংঘাত চরমে ওঠে। রাহুল গান্ধী অভিযোগ তোলেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাজে হস্তক্ষেপ করছে টুইটার। এই চরম সংঘাতের আবহে বারবার টুইটার ইন্ডিয়ার ডিরেক্টর মণীশের নাম জড়ায়।
আরও পড়ুনঃ সব জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবই, সিদ্ধান্ত বিজেপির দিল্লির নেতাদের
এছাড়াও এই বছর জুন মাসে গাজিয়াবাদ পুলিশের কাছে অভিযোগের জেরে সমন পাঠানো হয় মনীশকে, বেঙ্গালুরুর বাসিন্দা মনীশ দ্বারস্থ হন কর্ণাটক হাইকোর্টের। আদালত নির্দেশ দেয় ব্যবস্থা নেওয়া যাবে না মনীশের বিরুদ্ধে। এর পরে কিছুটা স্বস্তি পেলেও যাবতীয় বিতর্কের জেরেই তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে টুইটারের সদর দপ্তরে পাঠানো হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584