একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ২ সেনাকর্মী

0
61

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা ভাইরাসের থাবা এবার ছাড়লো না দেশ রক্ষা কাজে নিযুক্ত সেনা কর্মীদেরও। সপ্তাহের প্রথম দিকে লাদাখ স্কাউট্সের এক জওয়ানের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলার পর রবিবার রাতে আরও দুই সেনাকর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল।

army staff | newsfront.co
ছবিঃ প্রতীকী

এঁদের মধ্যে একজন কলকাতায় কর্মরত অফিসার পদমর্যাদার সামরিক চিকিৎসক, যার কথা রবিবারই স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানা গিয়েছে। অপর জন দেরাদুনে কর্মরত জুনিয়র কমিশনড অফিসার(জেসিও)।

আরও পড়ুনঃ  লকডাউনের সময় বাড়ানোর প্রচার গুজব, জানাল কেন্দ্র

সেনা সূত্রে খবর, দুজনই সাম্প্রতিক অতীতে কাজের স্বার্থে যাত্রা করেছেন। পাশাপাশি, এই দুজনের সঙ্গে সাম্প্রতিক অতীতে যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। সেনা সূত্রে খবর, দুই আক্রান্তের অবস্থা স্থিতিশীল।

কলকাতায় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র উইং কমান্ডার মনদীপ সিংহ হুডা জানান, দুজনের মধ্যে একজন কর্নেল পদমর্যাদার। তিনি কলকাতার কমান্ড হাসপাতালে কর্মরত। সেনা সূত্রে খবর, বছর পঞ্চান্নর আর্মি মেডিক্যাল কোরের ওই অফিসার সামরিক হাসপাতালে অ্যানাস্থেটিস্ট হিসেবে কাজ করেন। প্রসঙ্গত,কলকাতায় এই প্রথম কোনও চিকিৎসক করোনা পজিটিভ হলেন।

সেনার তরফে জানানো হয়েছে, গত ১৭ তারিখ ওই চিকিৎসক নয়াদিল্লি থেকে ফেরেন। গত ২৪ তারিখ তাঁর জ্বর হয়। এরপর ২৮ তারিখ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে, পরীক্ষা করালে, তাঁর নমুনা পজি়টিভ আসে। বর্তমানে ওই অফিসারকে কোয়ারান্টাইনে রেখে তাঁর সহকর্মীদের ওপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। দ্বিতীয়জন দেরাদূনে পোস্টেড এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)।

গত ১৮ মার্চ, ভারতীয় সেনার প্রথম কোনও কর্মীর দেহে করোনা সংক্রমণের প্রমাণ মেলে। আক্রান্ত লাদাখ স্কাউটসের জওয়ান।

জানা যায়, ওই জওয়ানের বাবা ইরানে তীর্থ করে দেশে ২৭ ফেব্রুয়ারি ফেরেন। সেখান থেকেই ছেলের শরীরে সংক্রমণ ছড়ায় বলে দাবি। বর্তমানে ওই জওয়ানের চিকিৎসা চলছে এবং তাঁর স্ত্রী সহ গোটা পরিবারকে লাদাখে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here