নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে চুরির ঘটনায় শেষ রক্ষা হল না ৷ চুরি করে পালানোর সময় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে পুলিশ ধাওয়া করে ২ জনকে আটক করল।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে প্রায় দেড়টা নাগাদ দাসপুর গৌরা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে একটি চার চাকা গাড়ি থেকে নেমে প্রায় ৬ জন এটিএম ভাঙতে থাকে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দাসপুর পুলিশের বর্তমান ওসি অমিত মুখোপাধ্যায় তাঁর কয়েকজন অফিসার নিয়ে পৌঁছে যান ঘটনাস্থলে ।
আরও পড়ুনঃ কেশপুরে সোনার দোকানে ডাকাতি, চাঞ্চল্য
শুরু হয় পুলিশের সাথে দুষ্কৃতীদের ধস্তাধস্তি। কয়েকজন গাড়িতে উঠে পালায়। তবে দাসপুর পুলিশ তাদেরকে ধাওয়া করে। ওই রাতেই দাসপুরের জ্যেতকেসব অঞ্চল থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করে। অন্যদিকে ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুর থানার সোনামুই এলাকা থেকে চুরিতে ব্যবহৃত চারচাকা গাড়িটিও আটক করে দাসপুর পুলিশ।
আরও পড়ুনঃ ভারত-নেপাল সীমান্তে নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার, ধৃত ১
তবে এটিএম ভাঙলেও তার মধ্য থেকে টাকা নিতে পারেনি দুষ্কৃতীরা। গ্রেফতার হওয়া দুই দুষ্কৃতীদের থেকে পুলিশ প্রাথমিকভাবে ভাবে জানতে পারে তারা মোট ৬ জন ছিল। বাকিদের ধরতে ঘাটাল- পাঁশকুড়া সড়কের খুকুড়দহে নাকা চেকিং শুরু করেছে দাসপুর পুলিশ। অন্যদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584