গা জোয়ারি রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে স্বাস্থ্যকর্মীকে নিগ্রহ, ধৃত ২

0
27

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

নিজের এলাকায় দুই রাজনৈতিক নেতা ক্ষমতা দেখিয়ে মাস্ক না পরে হাসপাতালে ঢুকতে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালের দু’জন স্বাস্থ্যকর্মী বাধা দিলে তারা ওই দু’জনকে চূড়ান্ত নিগ্রহ করেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানা এলাকায়।অভিযোগ, সকলের সামনে বাধাদানকারী দুই স্বাস্থ্যকর্মীকে জুতোপেটা করেন ওই দু’জন অভিযুক্ত। শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিবেক তিওয়ারি ও বিনোদ তিওয়ারি নামে দু’জনকেই গ্রেফতার করে পুলিশ।

arrest | newsfront.co
প্রতীকী চিত্র

মারণ ভাইরাস করোনাকে ঠেকাতে রাজ্য সরকার বাড়ি থেকে বের হলেই মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেদের এলাকায় নিজেরা গা জোয়ারি করে শুধু যে ঘুরে বেড়াচ্ছে তাই নয়, মানতে চাইছে না কোনও নিয়মবিধিও। অভিযোগ, সেই রকম গা জোয়ারি দেখাতে চেয়েছিলেন এরা দু’জনেও।

জানা গিয়েছে, পশ্চিম বন্দর থানা এলাকার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বৃহস্পতিবার বিকালে মাস্ক না পরেই এরা ঢুকতে যায়। কিন্তু তাদের ওই স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে বাধা দেয় সেখানকার দুই স্বাস্থ্যকর্মী। কিন্তু বিনোদ আর বিবেক জানায়, এই পাড়াতেই তারা থাকে। তাই পাড়ার মধ্যে তাদের মাস্ক পরার কোনও প্রয়োজন নেই। কিন্তু এরপরেও দু’জনকে ঢুকতে দিতে চায়নি ওই দুই স্বাস্থ্যকর্মী।

অভিযোগ, তার জেরে ওই দুই স্বাস্থ্যকর্মীকে গালিগালাজ করার পাশাপাশি তাঁদের জুতাপেটা করতে শুরু করে ওই দু’জন যুবক। এই ঘটনা চোখের সামনে ঘটতে দেখে এক মহিলা চিকিৎসক প্রতিবাদ করলে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ওই স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরও চালায় ওই দু’জন।

এই ঘটনার জেরে ওই স্বাস্থ্যকেন্দ্রের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম বন্দর থানার পুলিশ। তাঁরা ওই দুই স্বাস্থ্যকর্মীর বয়ান রেকর্ড করার পাশাপাশি ওই মহিলা চিকিৎসকেরও বয়ান নেন। তারপর ওই স্বাস্থ্যকেন্দ্রের তরফে বিনোদ আর বিবেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর রাতেই সরকারি কাজে বাধাদান, হুমকি দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে ওই দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here