উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
হরিদেবপুরে এক নাবালিকার ওপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল পাড়ারই এক কাকু ও এক দাদুর বিরুদ্ধে।অভিযোগ, ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ওই নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালিয়েছে প্রতিবেশী ওই দুজন। অভিযুক্তদের বাড়ি হরিদেবপুর থানার ১৪২ নম্বর ওয়ার্ডের বাঁশতলায়।
এদের একজন পেশায় ট্যাক্সি চালক(৫৫) এবং অন্যজন ৬১ বছরের এক প্রৌঢ়।বেশকিছু দিন ধরেই এরকম চলছিল। আজ সকালে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপরই বাড়ির লোকজন তাকে জেরা করে সবকিছু জানতে পারে।
আরও পড়ুনঃ মিহির গোস্বামীর পর সিতাইয়ে বিস্ফোরক মন্তব্য আরও এক তৃণমূল বিধায়কের
নাবালিকার অভিযোগ, কাউকে কিছু বলতে নিষেধ করত অভিযুক্তরা। বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত তাকে।পরিবারের লোকজন গোটা বিষয়টি হরিদেবপুর থানায় গিয়ে বলে।
সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পসকো আইনে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আজ তাদের আলিপুর কোর্টে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584