উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
গত সোমবার রাতে গড়িয়াহাট থানা এলাকায় মায়ের সঙ্গে থাকা টিউশন থেকে ফেরা এক কিশোরীকে মারধর করে ব্যাগ, টাকা ও মোবাইল ছিনতাই করে দুই দুষ্কৃতী ৷ গড়িয়াহাট থানা তদন্তে নেমে রাস্তার সিসি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার রাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।
দুই দুষ্কৃতী হল ফারদিন আলি ও আশরাফ আলি।কিশোরী ও তার মা দুই দুষ্কৃতীকে সনাক্ত ও করেছে বলে খবর। সেদিন সাহায্যের অজুহাতে কিশোরীর সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করা ছাড়াও তাকে মারধর করেছে বলে কিশোরীর অভিযোগ। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার গড়িয়াহাট এলাকার ম্যান্ডেভিলা গার্ডেন ও সুইনহো লেনের ক্রসিং- এ ।
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। জানা গিয়েছে, কলকাতার নামী স্কুলে পড়া দশম শ্রেণীর ছাত্রীটি ওইদিন রাতে টিউশন থেকে বেরিয়ে স্কুটিতে মায়ের সঙ্গে পিকনিক গার্ডেনে বাড়ির দিকে যাচ্ছিল । পথে স্কুটিটি খারাপ হয়ে যায়। ফলে গাড়িটি নিয়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দেন মা-মেয়ে।
সেই সময় শেখ ফারদিন আলি ও আশরাফ আলি তাঁদের কাছে গিয়ে জানায়, তারা সহযোগিতা করতে চায়। কিছুক্ষণ স্কুটিটি ঠেলেও দেয় তারা। বিষয়টিতে সন্দেহ হয় কিশোরীর মায়ের। সেই সময় তিনি ওই যুবকদের জানিয়ে দেন, তাঁদের সাহায্যের প্রয়োজন নেই। অভিযোগ, এরপরও ওই যুবকেরা তাঁদের অনুসরণ করে। আচমকা কিশোরীর সঙ্গে থাকা ব্যাগটি টেনে নেওয়ার চেষ্টা করে তারা।
আরও পড়ুনঃ নবগ্রামে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
অভিযোগ, ব্যাগে দুটো মোবাইল ও বেশ কিছু টাকা ছিল। স্বাভাবিকভাবেই ব্যাগটি দিতে চায়নি কিশোরী। টানাটানি করতেই থাকে অভিযুক্তরা। ফলে রাস্তার উপর পড়ে যায় ওই কিশোরী। সেই অবস্থায় কিশোরীকে টানতে টানতে বেশ কিছুটা পথ নিয়ে যায় যুবকেরা। মারধরও করে বলে অভিযোগ।জখম হয় সে। অবশেষে ব্যাগটি নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
ওইদিন রাতেই গোটা ঘটনা জানিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584