একবালপুরে তরুণী খুনে গ্রেফতার দম্পতি

0
175

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

খুন হওয়ার ৪ দিন পরেও এখনও খুনের উদ্দেশ্য নিয়ে রহস্য কাটেনি। এর মধ্যেই একবালপুর থেকে এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। সাবার পরিচিত কয়েকজনকে একটানা জেরার পর রবিবার শেখ সাজিদ এবং তার স্ত্রী অঞ্জু বেগমকে হেফাজতে নেন তদন্তকারীরা।

Saba Khatun | newsfront.co
সাবা খাতুন

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সাত সকালে খাস কলকাতার এমএমআলি রোডে তরুণীর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তরুণীর পরিচিত শেখ সাজিদই দেহটি পড়ে থাকার কথা পুলিশকে জানায়। তারপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর বস্তাবন্দি দেহ উদ্ধার করে। সেই সময় তাঁর শরীরে ছিল একাধিক ক্ষতচিহ্ন।

আরও পড়ুনঃ শ্রাদ্ধের আগের দিন বাড়ি ফিরলেন ‘মৃত’ করোনা রোগী, হতভম্ব আত্মীয়-স্বজন

এরপরই পুলিশ একটানা শেখ সাজিদকে জেরা করতে থাকে। তারপরেই তার বয়ানে মেলে একাধিক অসঙ্গতি।শেখ সাজিদকে জেরা করে পুলিশ জানতে পারে, শেখ সাজিদের সঙ্গে বন্ধুত্ব থেকে ক্রমশই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন সাবা। যা স্বভাবতই ভালভাবে মেনে নিতে পারেনি শেখ সাজিদের স্ত্রী অঞ্জু বেগম। তার জেরেই সাবাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

আরও পড়ুনঃ এবার জেলার ক্ষেত্রেও নন-সাবার্বান রেল পরিষেবা চালুর অনুমোদন রাজ্য প্রশাসনের

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে শেখ সাজিদের বাড়িতে ডেকে পাঠানো হয় সাবাকে। সেই অনুযায়ী তার বাড়িতে আসেন ডাকাবুকো ওই তরুণী। তারপরই তাকে বাক-বিতণ্ডার পর খুন করা হয়েছে। শ্বাসরোধ করে খুন বলেই মনে করছেন তদন্তকারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here