উল্টোডাঙায় জাল স্ট্যাম্প পেপার চক্রের হদিশ, ধৃত ২

0
80

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অনলাইনে বিভিন্ন ধরনের সরকারি কাজ হলেও স্ট্যাম্প পেপারের চাহিদা পুরোমাত্রায় রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে রমরমিয়ে চলছিল জাল স্ট্যাম্প পেপারের কারবার। মঙ্গলবার রাতে এমনই একটি জাল স্ট্যাম্প পেপার চক্রের পর্দাফাঁস করলেন রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা।

Prisonment | newsfront.co
প্রতীকী চিত্র

মঙ্গলবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় রাজ্য এসটিএফের গোয়েন্দারা দু’জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ২৫ লাখ টাকা মূল্যের জাল নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার-সহ কয়েক হাজার কোর্ট ফি স্ট্যাম্পও।ধৃতদের নাম রাধেশ্যাম গুপ্ত এবং পল্টু দে। রাধেশ্যামের বাড়ি কলকাতার মানিকতলায়। পল্টুর বাড়ি নিমতাতে।

সাধারণত আদালতের নির্দিষ্ট জায়গায় নন-জুডিসিয়াল স্ট্যাম্প পাওয়া যায়। জমি-বাড়ি দলিলের ক্ষেত্রে এই স্ট্যাম্প পেপার ব্যবহার করা হয় এবং সরকারের বিপুল আয় হয়। কিন্তু এই স্ট্যাম্প পেপার বাইরেও পাওয়া যাচ্ছে, এমন অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরেই।

আরও পড়ুনঃ জঙ্গলমহলে আনাগোনা বাড়ছে মাওবাদীদের, উদ্বিগ্ন মমতা

গোয়েন্দারা জানতে পারেন, মঙ্গলবার বিকেলে এক ব্যক্তি এপিসি রোডে শিয়ালদহের কাছে ওই স্ট্যাম্প অন্য এক ব্যক্তির হাতে তুলে দেবেন। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আমহার্স্ট স্ট্রিট থানার আধিকারিকদের সহায়তায় এক ব্যক্তিকে আটক করেন, যিনি উল্টোডাঙা থেকে এসেছিলেন।

তার সূত্র ধরেই অন্য এক জনকে আটক করেন গোয়েন্দারা। দু’জনের কাছে ৫ হাজার টাকা মূল্যের ৫০০টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার পাওয়া যায়। ধৃতের ব্যাগ থেকে পাওয়া যায় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কোর্ট ফি স্ট্যাম্প।

আরও পড়ুনঃ নবান্ন অভিযানের আগেই সায়ন্তনের মন্তব্য ঘিরে বিতর্ক

এসটিএফ সূত্রে খবর, এদের আদালতের লোকজনদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এরা দু’জন বিভিন্ন এজেন্টের কাছে ওই জাল স্ট্যাম্প পেপার পৌঁছে দিত। রাজু মন্ডল নামে বনগাঁর এক বাসিন্দার কাছ থেকে ‘জাল’ কোর্ট ফি স্ট্যাম্প পেত ধৃতরা।

উল্টোডাঙার একটি প্রেসে ওই স্ট্যাম্প পেপার ছাপানো হত। রাজু, ব্যবহৃত ‘কোর্ট ফি’ স্ট্যাম্পে রাসায়নিক ব্যবহার করে কালি- এবং ব্যবহারের সমস্ত প্রমাণ মুছে ফেলত।

তারপর ফের বাজারে নতুন স্ট্যাম্প বলে বিক্রি করত। এতে সাধারণ মানুষের কোন ক্ষতি না হলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হত এবং অভিযুক্তদেরও লাভ হত। এরা কোথায় কোথায় এই জাল স্ট্যাম্প পেপার বিক্রি করত, তার খোঁজ শুরু করেছেন গোয়েন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here