শিলিগুড়ির রবীন্দ্রনগরে খুনের ঘটনায় গ্রেফতার ২

0
69

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

শিলিগুড়ির রবীন্দ্রনগরে খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম গৌতম দেব ও গৌরব দেব। প্রসঙ্গত গত ৩০ নভেম্বর শিলিগুড়ির ২১ নং ওয়ার্ডের রবীন্দ্রনগরে সুশীল দাসের রক্তাক্ত দেহ পাওয়া যায় রাস্তায়।

susil das | newsfront.co
নিজস্ব চিত্র

ওই ব্যক্তির মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। সুশীল দাস পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। এবং মৃতদেহ যেখানে উদ্ধার হয় তার সামনের একটি বাড়ি থেকে তার দাঁড়িপাল্লা ও বাটখারার ব্যাগ পাওয়া যায়।

আরও পড়ুনঃ জলঙ্গিতে বিজেপির পথযাত্রা

এর পরেই গোটা ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। যদিও পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন ওই বাড়িরই দুই ভাই গৌতম দেব ও গৌরব দেব।

গতকাল তাদেরকে থানায় নিয়ে গিয়ে একটানা জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই তাদের দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here